পত্রিকা প্রতিনিধি: সরকারি নির্দেশ কে আমান্য করে খুলেছিল হাই স্কুল আর তড়িঘড়ি সরকারি নির্দেশে স্কুল বন্ধ করলো স্কুল কর্তৃপক্ষ। করোনা অবহয়ের মধ্যেই সরকারি নির্দেশনামা কে অমান্য করে বুধবার দাসপুরের হাট সড়বেরিয়া বি সি রায় স্কুল খোলা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল ।নড়ে চড়ে বসে প্রশাসন।রাত্রেই শোকজ করা হয় স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক কে।সেইসঙ্গে স্কুল বন্ধ রাখার কথা বলা হয়। সেই নির্দেশ স্কুলের হোয়াটস আপ গ্রুপে ছাত্ৰ ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়।সেইমত আজ স্কুল খোলেনি। এই ঘটনা নিয়ে প্রধান শিক্ষক অবশ্য ক্ষমা চেয়েছেন।তিনি বলেন স্কুল পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে ছাত্ৰ ছাত্রীদের কথা ভেবেই স্বাস্থ্য বিধি মেনে দশম শ্রেণীর পঠন পাঠন শুরু করা হয়েছিল। এই নিয়ে তার ৩১বছরের শিক্ষকতার জীবনের শেষ পর্যায়ে এসে যেভাবে হেনস্থা হতে হল তা তিনি ভাবতেও পারেননি।তিনি কখনোই চান না যে ছাত্ৰ ছাত্রীদের কোনো ক্ষতি হোক। অন্যদিকে স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে বলা হয় স্কুল খোলা নয়, কোচিং এর মত করে ক্লাস হয়েছে।অভিভাবক দের অনুরোধেই তা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশ পাওয়ার পরই তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
6
previous post