Home » Dilip Ghosh : কুড়মিদের ‘কাপড় খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখাক-পাল্টা কুড়মিরা

Dilip Ghosh : কুড়মিদের ‘কাপড় খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখাক-পাল্টা কুড়মিরা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লালগড়ে যাওয়ার পথে রবিবার বিকেলে কুড়মিদের কাছে ঘেরাও হওয়া ও নিজের মন্তব্যের কারণে কুড়মিদের হুঁশিয়ারির পর এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সোমবার খড়্গপুরে তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি। দিলীপ ঘোষের পেছনে যেন না লাগতে আসে।”সোমবার দুপুরে এই বার্তা শুনে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলমহলের কুড়মি মধ্যে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Dilip Ghosh
নিজস্ব চিত্র

কুড়মিদের পক্ষ থেকে রাজেশ মাহাতো-র পাল্টা হুঁশিয়ারি, “কাপড় খোলা অনেক দূর, কুড়মিদের হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখাক দিলীপ ঘোষ, জঙ্গলমহলের মাহাতোরা বুঝিয়ে দেবে তারা কি জিনিস।” রবিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার লালগড়ে একটি পথসভার জন্য যাচ্ছিলেন দিলীপ ঘোষ। বামাল এলাকাতে কুড়মি সম্প্রদায়ের লোকজন তাঁকে “ঘাগর ঘেরা” (কুড়মিদের দাবি নিয়ে আটক করা) করে। কুড়মিদের আন্দোলনে তাঁর কি ভূমিকা এই বিষয়ে একাধিক প্রশ্ন করে। সেখানে দিলীপ ঘোষ বলেছিলেন, “খেমাশুলিতে আন্দোলনকারীদের আমি চাল-ডাল দিয়ে সহযোগিতা করেছি।”

Dilip Ghosh

এই মন্তব্য চারদিকে ছড়িয়ে পড়ার পরেই কুড়মিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। রাতেই “ঘাগর ঘেরা” কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো হুঁশিয়ারি দেন, “দিলীপ ঘোষের এই মন্তব্য অপমানজনক, আমাদের আন্দোলনে আমরা রাজনৈতিক দলগুলি থেকে সহযোগিতা নেয় নি। দিলীপ ঘোষকে ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে হবে তিনি কাকে বা কার মারফত দিয়েছেন। আর যদি না করতে পারেন জঙ্গলমহলে ওনাকে নিষিদ্ধ ঘোষণা ও ঘাঘর ঘেরা করা হবে।” সোমবার সকালে এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি।

আরও পড়ুন : আইসিএসই মেধাতালিকায় মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনের মহিকা, খুশির উচ্ছ্বাস বিদ্যালয়ে

আরও পড়ুন : বিজেপির মদতেই কি কুড়মি আন্দোলন? দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক, হুঁশিয়ারি কুড়মিদের

দিলীপ ঘোষের পেছনে যেন না লাগতে আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে পদত্যাগ করিয়ে দেখাক। সে এখনো বিধায়ক রয়েছে মাহাতো সম্প্রদায়ের। আমি কুড়মিদের সঙ্গে আছি, থাকবো। আমার এলাকায় খেমাশুলিতে যারা বসে ধরনা দিয়েছিল দিনের পর দিন তাদের আমি সহযোগিতা করেছি। ওনারা চাইলে তাদের নাম আমি মিডিয়ার সামনে বলবো।” তবে দিলীপ ঘোষের ওই মন্তব্যের পরে জঙ্গলমহলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পুরুলিয়া সহ বিভিন্ন জেলাতে দিলীপ ঘোষের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।

কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতো বলেন, “আমরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আন্দোলন করেছি, কোনো রাজনৈতিক দলের নয়। তবে কেউ যদি নিয়ে থাকে লুকিয়ে সেটা পরিষ্কার করুক তাহলে আমরা তা সাথে সাথে ফেরত দেবো। দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিন্দনীয়। আমরা এটার প্রতিবাদ করছি। উনার ক্ষমতা থাকলে কাপড় খোলা অনেক দূরে, আমাদের হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখান। জঙ্গলমহলের মাহাতোরা বুঝিয়ে দেবেন তারা কি জিনিস।” দিলীপ ঘোষের বক্তব্যের নিন্দা করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।

আরও পড়ুন : বৈশাখী গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার- আজাদরা, সম্প্রীতির ছবি মেদিনীপুরে

আরও পড়ুন : অতিরিক্ত গরমে মাঝে মাঝেই দাউ দাউ করে জ্বলে উঠছে বিদ্যুতের তার, আতঙ্কে ঘাটালবাসী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dilip Ghosh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.