Midnapore Selfie Zone : মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকায় প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন সহ তৈরি হয়েছে সেলফি জোন। পাশের এলাকাতে তৈরি করা হয়েছে পার্ক। গত ১৭ মে ওই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকায় প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন সহ তৈরি হয়েছে সেলফি জোন। পাশের এলাকাতে তৈরি করা হয়েছে পার্ক। রয়েছে জল প্রকল্প। গত ১ জানুয়ারি গান্ধীঘাটের সৌন্দর্যায়নের উদ্বোধনে হাজির ছিলেন বিধায়ক জুন মালিয়া, জেলা শাসক রশ্মি কমল সহ বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন : এসএসসি দুর্নীতিতে যুক্তদের শাস্তি ও মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মেদিনীপুরে
সেই সৌন্দর্যায়নের পাশে কেন্দ্রীয় সরকারের বরাদ্দে আম্রুত প্রকল্পে পানীয় জলের কাজ চলছে। নদীর তলাতে পাম্প বসিয়ে সেই জল শুদ্ধ করে পানীয় হিসেবে মেদিনীপুর শহরে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে প্রায় ৬ মাস ধরে। গত ১৭ মে ওই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন লোধা নেতারা
Midnapore Selfie Zone
জানা গিয়েছে, সৌন্দর্যায়নে মুগ্ধ হয়েছেন দিলীপ ঘোষ। প্রকল্পের পরিদর্শনের পর সৌন্দর্যায়ন দেখে দারুন হয়েছে বলে কর্মীদের কাছে মন্তব্যও পর্যন্ত করেছিলেন। কর্মীদের নিয়ে নদীর পাড়ের সেলফি জোনে সেলফিও তোলেন। শুক্রবার তা নিয়ে দিলীপ ঘোষকে ধন্যবাদ জানালেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন লোধা নেতারা
তিনি বলেন, “যেদিন এসেছিলেন সেদিন আমরা মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত ছিলাম। থাকলে ফুল দিয়ে সংবর্ধনা দিতাম সাংসদকে। তাঁর প্রশংসা মেদিনীপুর পৌরসভার কাজকে আরও উৎসাহিত করবে।” তবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের প্রতিনিধি শমিত কুমার মন্ডল বলেন, “এখানে সবাই সেলফি তোলে, আমরাও তুলেছি। তাতে রাজনৈতিক ফায়দা তুলে লাভ নেই। পৌরসভা বরং মেদিনীপুর শহরের জঞ্জাল পরিষ্কার করুক।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Selfie Zone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore