শুভম সিং: পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের সমুদ্র উপকূল বর্তী বামুনিয়া অঞ্চলের বড়বানতলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন পোড়োবাড়িতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসাস্থল বড়বানতলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কার্যত এখন কোমায় আচ্ছন্ন।ডাক্তার,নার্স,স্বাস্থ্য কর্মীর অভাবে চিকিৎসা পরিষেবা ধুঁকছে।ফলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বর ঝোপঝাড় ও সাপখোপে পরিপূর্ণ।ডাক্তার, নার্স,স্বাস্থ্য কর্মীদের স্টাফ কোয়ার্টার রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশা প্রাপ্ত। সপ্তাহে একদিন বড়বানতলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনরকমে চিকিৎসা পরিষেবা র সুযোগ সাধারণ মানুষের কপালে জুটে।Contai Bengalinews, Contai Bengalinews, Contai Bengalinews, purba medinipur news, east midnapore bengali news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news, Contai news, Contai news, Contai news
দলীয় কর্মী খুনের প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির
দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলের দৌলতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা র দফারফা অবস্থা। ১০ শয্যার বেডের পরিকাঠামো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। স্বাস্থ্য দপ্তর কার্যতঃ নির্বিকার। কোভিড সংক্রমণ যখন ক্রমবর্ধমান তখন গ্রামীন চিকিৎসা পরিষেবা কার্যত ভেন্টিলেশনে।বড়বানতলিয়া ও দৌলতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ সমস্ত স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্হ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করনের দাবীতে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
দাঁতনে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
সিপিআইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকার এখন ২০ টাকা করে পাউচে মদ বিক্রি করে রাজস্ব বাড়াতে ব্যস্ত।রাজ্যে এখন মদ -জুয়া- লটারীর দাপটে যুবসমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির কোন উদ্যোগ নেই। দান-খয়রাতের রাজনীতি অব্যাহত।অথচ সাধারণ মানুষ নূন্যতম চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ও নৈরাজ্যের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান সিপিআইএম নেতা মামুদ হোসেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi