Daspur’s newly constructed dam collapsed due to low quality work, farmers in water crisis
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কংসাবতী নদীর ওপরে চাষের কাজের জন্য তৈরি করা নব নির্মিত বাঁধ ভেঙে গেল মঙ্গলবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। গত দু’মাস ধরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৮ লক্ষ টাকা খরচ করে এই বাঁধ তৈরি করা হয়েছিল। কাজ শেষ হওয়ার দু’দিনের মধ্যেই জলের চাপে ভেঙে গেল সেই বাঁধ।
আরও পড়ুন:- ভালো কাজে আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা
আরও পড়ুন:- বিজেপির ডাকা বনধের সাড়া পড়ল না মেদিনীপুরে
ফলে বোরো চাষে সংকট তৈরি হল দাসপুরের ৮১ টি মৌজাতে। ঘটনা নিম্নমানের কাজের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। দাসপুর ১ ব্লকের ৮১ টি মোজাতে বোরো চাষ হয়ে থাকে কংসাবতী নদীর জলে। সেই এলাকার কয়েক হাজার কৃষকের চাষ নির্ভর করে থাকে এই জলেতেই। সেই লক্ষে বন্যা কমতেই স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের উদ্যোগে দাসপুরের কলমীজোড় এলাকাতে কংসাবতী নদীর ওপরে সেই বাঁধ তৈরী শুরু হয়েছিল।
Dam Collapsed
আরও পড়ুন:- ছন্নছাড়া বিজেপি, শাসকদলকে টেক্কা দিল নির্দল, মেদিনীপুর পুরসভায় ভোট পড়ল 76.51 শতাংশ
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে অলিগলিতে পুলিশের টহল, জমায়েত হঠাল পুলিশ
প্রায় দু’মাস ধরে সেই বাঁধ তৈরি হচ্ছিল বিভিন্ন স্থান থেকে মাটি এনে। গত দু’দিন আগেই সেই বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে। প্রায় ৮ লক্ষ টাকা খরচ হয়েছিল সেই বাঁধ নির্মাণ করতে। তৈরি শেষ করে নির্মাণকারীরা সরতেই বাঁধে ফাটল তৈরি হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, জলস্তর বাড়ছিল কয়েকদিন ধরে। অন্যদিকে বাঁধের নির্মাণকাজও ভালো হয় নি।
আরও পড়ুন:- মনের চাপা উত্তেজনা সরিয়ে মেদিনীপুরে বুথের বাইরে খোশমেজাজে গল্পে তিন বিরোধী প্রার্থী
মাটি ও বাঁশের পরিমাণ কম দিয়েছিল ঠিকাদার। যে কারণে বাঁধ দ্রুত জলের চাপে ফেটে যাচ্ছিল। জানতে পেরে নির্মাণকারী ঠিকাদার সহ প্রশাসনের কর্তাদের জানিয়েছিলাম। তাতে কেউই ভ্রুক্ষেপ করেনি। যার ফলে এদিন বাঁধটি জলের তোড়ে ভেঙে চলে যায়। এর ফলে সামনের বোরো চাষে জল সংকট দেখা দেবে। চাষহীন হয়ে পড়বে দাসপুরের বহু কৃষক।
আরও পড়ুন:- রাত পোহালেই ভোট, কেন্দ্রে রওনা ভোটকর্মীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Dam Collapsed
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The newly constructed dam for farming on the Kangsavati river broke on Tuesday. The incident took place at Daspur in West Midnapore. The dam was constructed at a cost of Rs 8 lakh on the initiative of Panchayat Samiti for the last two months. Within two days of the completion of the work, the dam broke under the pressure of water.
As a result, there was a crisis in boro cultivation in 81 mouzas of Daspur. Incidents of substandard work against the contractor. Boro is cultivated in 81 mouzas of Daspur 1 block in the waters of Kangsavati river. The cultivation of thousands of farmers in that area depends on this water. To that end, as soon as the floods subsided, the local panchayat and the administration started the construction of the dam on the Kangsavati river in the Kalmijor area of Daspur.
The dam was being built for about two months by bringing soil from different places. The construction of the dam was completed two days ago. About 8 lakh rupees was spent to build that dam. As soon as the builders finished, cracks were made in the dam. For this reason, Locals complained that the water level had been rising for several days. On the other hand, the construction of the dam was not good.
The contractor paid less for the soil and bamboo. That is why the dam was rapidly bursting under water pressure. When I found out, I informed the administration officials including the construction contractor. No one frowned at that. As a result, the dam broke on that day. After that, this will result in water crisis in front boro cultivation. Many farmers of Daspur will become uncultivated.