0
পত্রিকা প্রতিনিধি: সাত সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি রবিবার সকালে দাসপুর থানার গোপালপুর গ্রামের। ওই গৃহবধূর নাম দীপিকা বেরা (২৩)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী কর্মসূত্রে রাজস্থানে থাকতেন। লক ডাউনে মাস দেড়েক আগে বাড়ি ফেরেন। আজ সকালে হঠাৎ দুজনে দাম্পত্য কলহ শুরু হয় ।তার কিছু পরে রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ । ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঠিক কি কারণে মৃত্যু বিষয়টি খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।