পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নীলকুণ্ঠা অঞ্চলের গড়কিল্লা গ্রামের মদন আদরের ছেলে ২৯ বছরের প্রশান্ত আদক হাওড়া জেলার দেউলটি নির্মল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করতেন।প্রতিদিনের মতো আগামীকাল সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ির লোকেরা ভেবেছিল ছেলে ঠিক সময় মতো বাড়িতে ফিরবে কিন্তু ছেলের ফেরা হলো না।প্রশান্ত প্রতিদিনের মতো অফিসে ইলেকট্রিকের ওয়েল্ডারের কাজ করছিলেন কিন্তু আগামীকাল সন্ধ্যা সাতটা নাগাদ বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান প্রশান্ত।সহকর্মীদের প্রচেষ্টায় প্রশান্ত কে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে জানিয়ে দেয় হসপিটাল কর্তৃপক্ষ। কি করে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শোকের ছায়া গোটা গড়কিল্লা গ্রামে।পরিবারের পক্ষ্য থেকে এই মৃত্যুকে মেনে নিতে পারেননি তারা।কীভাবে তার ছেলের মৃত্যু হল তা খতিয়ে দেখতে আদেশ জানিয়েছি
0
previous post