Home » “সব থেকে বড় অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী”, ‘অনুপ্রবেশ’ নিয়ে মেদিনীপুরে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক

“সব থেকে বড় অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী”, ‘অনুপ্রবেশ’ নিয়ে মেদিনীপুরে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “স্বরাষ্ট্রমন্ত্রী যদি ‘অনুপ্রবেশ’ নিয়ে কথা বলে থাকেন, তাহলে সবচেয়ে বড় অপদার্থ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ মানে সীমানা অতিক্রম করে আসা, যার পাহারায় থাকে বিএসএফ।” এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, “চোরাচালান থেকে অনুপ্রবেশ যা ঘটে, তা দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, কলকাতার কালীঘাটে থেকে বসে করা হচ্ছে। সমস্ত টাকা সেখান থেকে জোগাড় করে ভাগবাটোয়ারা হয়।

নিজস্ব চিত্র

এখানেই বিজেপি আর তৃণমূলের সেটিং।” শুক্রবার মেদিনীপুর শহরে জেলা কার্যালয়ে দলের জেলা সম্পাদকমন্ডলী গঠন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শা-এর অনুপ্রবেশ ইস্যু নিয়ে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, “প্রায় ছয় বছর পর বিজেপি বা আরএসএসের কোন নেতা “অনুপ্রবেশ” কথাটা উচ্চারণ করলো। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথা বলে থাকেন তাহলে সবচেয়ে বড় অপদার্থ হলেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী।

“অনুপ্রবেশ” মানে সীমানা অতিক্রম করে আসা, যার পাহারায় থাকে বিএসএফ। বিএসএফের এক্সিকিউটিভ জেট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরতে পারেন রাজনৈতিক কাজে, বিএসএফের লাক্সারি লঞ্চে তিনি ঘুরতে পারেন, অথচ বিএসএফকে কড়া ব্যবস্থা নিতে বলেন না। প্রধানমন্ত্রী বলেছিলেন হাম সব চৌকিদার হ্যায়। প্রধানমন্ত্রী চৌকিদার হলে স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি চৌকিদার। চৌকি গুলোতে শুধু খানাপিনা হচ্ছে। গরু পাচার থেকে চোরাচালান সীমানায় যা যা হচ্ছে তার সাথে তৃণমূল যেমন রয়েছে, সঙ্গে বিজেপিও যুক্ত রয়েছে।

চোরাচালান থেকে অনুপ্রবেশ যা ঘটে, তা দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, কলকাতার কালীঘাটে থেকে বসে করা হচ্ছে। সমস্ত টাকা সেখান থেকে জোগাড় করে ভাগবাটোয়ারা হয়। এখানেই বিজেপি আর তৃণমূলের সেটিং। কিন্তু বিএসএফ নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করছে।” তিনি বলেন, এরাজ্যে খুন-ধর্ষণ এত কিছু হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে চুপ রয়েছেন এ বিষয়ে। শুধু সিএএ হবে, এনপিআর হবে বলে গেছেন।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

West Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.