Home » হলদিয়া বি সি রায় হাসপাতালে খুলল কোভিড ইউনিট, উদ্বোধন করলেন লক্ষণ শেঠ

হলদিয়া বি সি রায় হাসপাতালে খুলল কোভিড ইউনিট, উদ্বোধন করলেন লক্ষণ শেঠ

by Biplabi Sabyasachi
0 comments

New covid hospital

আরও পড়ুন ঃখেজুরিতে মায়ের হাতে খুন শিশু কন‍্যা , চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন ঃ-‘যশ’ (Yass) বিধ্বস্ত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এগরা ও পাঁশকুড়ায় কয়েক হাজার বাদাম চাষি

পত্রিকা প্রতিনিধিঃ দেশের পাশাপাশি সারা রাজ‍্যজুড়ে বাড়ছে সংক্রমণ। আর এহেনঅবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া (Haldia) বি সি রায় হাসপাতাল করোনা চিকিৎসার জন্য এগিয়ে এলেন বিসি রায় হাসপাতাল (B C Roy Hospital ) কর্তৃপক্ষ। বুধবার থেকেই হলদিয়া (Haldia) বালুঘাটা (Balughata) বিসি রায় হাসপাতাল ৩০০ বেগ কোভিড (Covid) চিকিৎসা চালু হচ্ছে। শিল্প শহরে কর্মীদের জন্য কার্যত একটি পূর্ণাঙ্গ কোভিড হাসপাতাল শুরু হওয়ার খবর ভরসা যোগাবে শিল্প শহরে (Industrial City) কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউ এবার পূর্ব মেদিনীপুর সবচেয়ে বেশি সংখ্যক । হলদিয়ায় (Haldia) ইতিমধ্যে ৭০ শতাংশের ওপর সংক্রমণের হার ও সঠিক সময়ে চিকিৎসার অভাবে প্রতিদিন মৃত্যু। আতঙ্কগ্রস্থ করে তুলেছেন শহর ও এলাকায় গ্রামীণ এলাকা গুলিকে। অক্সিজেন (Oxygen) কমে গিয়ে হঠাৎ শ্বাসকষ্ট মৃত্যু হচ্ছে সিংহভাগ ।রোগীর সরকারি পরিষেবা বলতে শুধু হলদিয়া (Haldia) মহাকুমার হাসপাতাল তাও আবার ৮০ শতাংশের নিচে অক্সিজেন (Oxygen)লেভেল নেমে গেলে রোগীদের নিয়ে ছুটে হয় ৪০ কিলোমিটার দূরে পাঁশকুড়া (Panskura) সুপার স্পেশালিস্ট কিংবা চন্ডিপুর (Chandipur) কোভিড হাসপাতালে ।

নিজস্ব চিত্র

তবে হাসপাতালে যাওয়ার পথেই অনেকের মৃত্যু হয়েছে রোগী শিল্পাঞ্চলে কোন কোভিড (Covid) হাসপাতাল না থাকায় কার্যত দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। হলদিয়া (Haldia) শহর ও গ্রাম মিলিয়ে অতিরিক্ত সংক্রামক এলাকায় প্রায় ৪ লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল জরুরি হয়ে পড়েছিল। কিন্তু হলদিয়া মহাকুমা হাসপাতালে বড় আকারে কোভিড (Covid) চালু করতে গিয়ে পরিকাঠামোর অভাবে বিপাকে পড়েছে প্রশাসন ।স্বাস্থ্য দপ্তরের বারবার চিঠি দিও সমর্থক উত্তর মেলেনি। তবে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য সি এম ও এইচ (CMOH) বিভাস রায়( Bibhas Roy) জানান, হলদিয়া বি সি রায় হাসপাতালে পরিকাঠামো রয়েছে শিল্প সংস্থা গুলি চাইছে কোভিদ চালু হোক সেজন্য জেলা প্রশাসনে প্রথম থেকেই বিসি রায় হাসপাতাল বড় মাপের সরকারি-বেসরকারি কোভিডের হাসপাতাল চালুর উদ্যোগী হয় তবে প্রাথমিক কিছু সমস্যার জন্য কোভিড হাসপাতাল চালু করতে সময় লেগেছে।হাসপাতালে অন্যান্য কর্মকর্তা আশীষ লাহিড়ী জানান ।হাসপাতালে পাঁচশ মধ্যে ৩০০ কোভিড চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে একশো ২০টি বেড থাকবে স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো সরকারি চিকিৎসার জন্য। এবং বাকি ১৮০ অফর ।সরকারি-বেসরকারি কোভিড হাসপাতাল আই সি এবং এইচ ডি ইউ থাকবে এছাড়া থাকছে ছয়টি ভেন্টিলেটর (Ventilator) এখন ৪ টি ভেন্টিলিটার (Ventilator) রয়েছে আরও ৩টি আনা হচ্ছে সমস্ত পাইপলাইনের অক্সিজেন (Oxygen) ব্যবস্থার জন্য সিলিন্ডার ছাড়াও থাকছে অক্সিজেন ১৬ অক্সিজেন মাক্স রয়েছে তিনি বললেন আমাদের মূল লক্ষ করোনার চিকিৎসা মানুষকে পরিষেবা দেওয়া লাভ করা নয়। কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ ও সংস্থার চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ (Laxman seth) । সঙ্গে ছিলেন হলদিয়া (Haldia) পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল ( Sudhansu Sekhar Mandal) বললেন শিল্প তালুকে আধুনিক মানের পূর্ণ কোভিড হাসপাতাল চালু হলে এলাকার মানুষ উপকৃত হবে ।হলদিয়া মহাকুমার হাসপাতাল ১৫০ বেড চালু করার জন্য স্বাস্থ্য

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

New covid hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.