পত্রিকা প্রতিনিধ: বাংলা আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বিডিওর বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় তালা বন্ধ করে রাস্তা অবরোধ করলো গ্রামবাসীরা। Gopiballavpur, Gopiballavpur
আরও পড়ুন- ডেবরার ১৯ জন সহ খড়্গপুরে মোট আক্রান্ত ৩০ জন, জেলায় ১৭৪
বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিস ঘিরে তালা ঝুলিয়ে দেয়। এরপরেই রাস্তা অবরোধও করেন গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসে তালা বন্ধের খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছান বেলিয়াবেড়া থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, যারা প্রকৃত গরীব মানুষ তারা ঘর পাচ্ছেন না।
আরও পড়ুন- ফের করোনায় আক্রান্ত মেদিনীপুর শহর ও শহরতলীর মোট ৩০ জন
আরও পড়ুন- পিংলায় টাকা না দেওয়ায় বাবাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে ও স্ত্রী
অথচ যাদের বড় পাকা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। এবং পরবর্তী কালে তারা রাস্তাও অবরোধ করেন। ১২টা থেকে সাড়ে ৩টা অব্দি তালা বন্ধ অবস্থায় ছিল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। তারপর বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের আশ্বাসে খুলে দেওয়া হয় তালা। ভেতরে আটক ছিলেন নোডাল অফিসার দেবদত্য বারিক, নির্মাণ সহায়ক অমিত পাত্র, জিবিকা সেবক লোকেশ দে, দেবদুতি সাউ, কৃষ্ণ বাগ, ডাটা এন্ট্রি অপারেটর আনন্দ শিং, পিয়ন সুরেন হাঁসদারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi