পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই করোনার দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনের একটা সংকট তৈরি হয়েছে রাজ্যজুড়ে । এবার এরাজ্যে একাধিক জেলার বিভিন্ন জায়গায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। হতাশ হয়ে ফিরতে হচ্ছে বহু মানুষকেই। আর এই সংকট কালে ১৬০ টিকা ডোজ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে।
উল্লেখ্য,ভ্যাকসিনের ডোজ সক্রিয় রাখার জন্য নির্দিষ্ট মাত্রার একটা তাপমাত্রার প্রয়োজন। যে কারণেই হাসপাতালের রেফ্রিজারেটরে একটি ভায়ালে ১০ জনের টিকাকরণ হয়। সেই হিসেবে চুরি গিয়েছে টিকার ১৬০টি ডোজ় সংরক্ষণ করে রাখা ছিল। কিন্তু মঙ্গলবার হাসপাতালের এক কর্মী রেফ্রিজারেটর থেকে ভ্যাকসিনের ডোজ আনতে গিয়ে দেখেন, সেখানে একটিও ভায়াল নেই। চারিদিকে খুঁজেও কোন লাভ হয় না।
এরপর মঙ্গলবার সকালে এই ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ এসে তদন্ত শুরু করে। এরপর বুধবার হাসপাতালে গিয়েছিল পুলিশের একটি দল। তদন্তকারী অফিসারেরা হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আশেপাশের এলাকাও ঘুরে দেখেছেন। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘তদন্ত চলছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।’’
পুলিশ জানা গিয়েছে, হাসপাতালের যে ঘর থেকে চুরি গিয়েছে টিকা সেখানে সিসি ক্যামেরা নেই। ফলে বাধা পাচ্ছে তদন্ত। তাছাড়া কেউ বা কারা টিকা সংরক্ষণ করে রাখার ওই ঘরে ঢুকেছিল। সুযোগ বুঝে টিকা চুরি করে নিয়ে পালিয়েছে। ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।অপরদিকে এবিষয়ে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একটি ঘটনা ঘটেছে। বিষয়টি যেখানে জানানোর জানানো হয়েছে। আমি এ নিয়ে কিছু বলব না।’’