Home » করোনার থাবা ঈদেও, মেদিনীপুরে মাথায় হাত ব্যবসায়ীদের

করোনার থাবা ঈদেও, মেদিনীপুরে মাথায় হাত ব্যবসায়ীদের

by Biplabi Sabyasachi
0 comments

Covid Eid

আরও পড়ুন ঃ-মেদিনীপুরের গিরিধারীচকে মধুচক্রের আসরে হানা কোতোয়ালী পুলিশের, গ্রেফতার দম্পতি

পত্রিকা প্রতিনিধিঃ রাতে পোহালেই পবিত্র ঈদ। আর তারপর  সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে মাতবে খুশির ঈদে। তবে  এই উৎসবের মরশুমে করোনার দ্বিতীয় ঢেউ এর করাল থাবা এসে পরেছে ঈদের বাজারে। এমনকি করোনা আবহে সংক্রমণ ঠেকাতে সরকারি সমস্ত বিধি নিশেষ মেনে চলার কথা বলছে বারংবার প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে সংক্রমণ ঠেকাতে প্রশাসনের নির্দেশে আংশিক লকডাউন জারি করেছে প্রশাসন। তবে এই আংশিক লকডাউনের জেরে দিনের বেশীরভাগ সময়ই বন্ধ থাকছে দোকানপাট। ফলে সমস্যায় পড়েছে মেদিনীপুর শহরের  কাপড় ও রেডিমেড গার্মেন্টস ব্যাবসায়ীরা।

প্রসঙ্গত, গত এক বছরের বেশি সময় থেকেই করোনা সংক্রমণের কারনে ক্ষতির মুখে পরেছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি। তারপর নতুন বছরের উৎসবের মরশুমগুলোতে বেচা কেনা বাড়বে বলে আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু নতুন বছরে আবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সমগ্র দেশ জুরে। তার প্রভাব এসে পরেছে রাজ্য সহ পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি মেদিনীপুর শহরেও। ফলে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার কিছু বিধিনিষেধ ও আংশিক লকডাউন ঘোষণা করেছে।

যেখানে সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। বাকি সময় দোকান কিছু দোকান পাঠ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন ব্যাবসায়ীরা। ফলে ঈদের মরশুমে এমনি মন্দা বাজারের চিত্র ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি মেদিনীপুর শহরে । করোনার আতঙ্কে তেমন ক্রেতার দেখা নেই দোকানে ফলে কনো দোকানদারদের দেখা গেলো মোবাইলে ব্যস্ত থাকতে আবার কাউকে দেখা গেলো গল্প করে সময় কাটাতে। করোনা আবহে অংশিক লকডাউনের ফলে ঈদের বাজার খারাপ ফলে ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানালেন অনেক ব্যবসায়ী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid Eid

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.