পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট (অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর) অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন। এর মধ্যে মেদিনীপুর শহর ও শহরতলিতে রয়েছেন ৩৪ জন। Midnapur Corona, Midnapur Corona
মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি এলাকায় এক যুবকের (১৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। অশোকনগরে এক যুবক (২৫) কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।কোতোয়ালী অধীনে উদয়পল্লী এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তি (৩৫) সহ এক বৃদ্ধ (৫৩) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শহরে ৩০ জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। পাটনাবাজারের এক মাঝবয়স্ক ব্যক্তির (৪৫) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন- বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোপীবল্লভপুরে , পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগালেন গ্রামবাসীরা
মিয়াবাজারের এক যুবতী (২৯) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। নজরগঞ্জ এলাকার ৩ জনের (পুরুষ-৪০, প্রৌঢ়-৪০, যুবতী-২৮) শরীরে করোনার সংক্রমণ ঘটে। কোতোয়ালীর অন্তর্গত গোপগড় এলাকায় এক ব্যক্তির (৪০) করোনা রিপোর্ট পজিটিভ আসে। শহরের রাঙামাটিতে ২ জন (পুরুষ-৪২, যুবক-২০) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরসংলগ্ন গোলাপীচকে এক যুবক (৩০)কোভিড করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। পুলিশলাইনের একসঙ্গে ৫ জনের ( যুবক-২৯,পুরুষ-৩৫, পুরুষ-৪০, পুরুষ-৪২, পুরুষ-৪৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে।বল্লভপুরের ১ জন (বৃদ্ধ-৬২), বাড়মানিকপুরের ১জন (বৃদ্ধ-৬৬) ও তাঁতিগেড়িয়ার টাউনকলোনীর ১জন (মহিলা-৩৮) সহ মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এছাড়াও কোতোয়ালীর অধীনে শহর ও শহরতলিতে ১১ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi