Home » করোনা বিস্ফোরণ খড়্গপুরে, ফের একদিনেই আক্রান্ত ৬৩ জন

করোনা বিস্ফোরণ খড়্গপুরে, ফের একদিনেই আক্রান্ত ৬৩ জন

by Biplabi Sabyasachi
1 comment

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রবিবারের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেল‍ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২০ জন। এর মধ্যে রেলশহরেই ৬৩ জনের (অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর)করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়। kharagpur Corona, kharagpur Corona, corona news of Kharagpur, coronavirus in Kharagpur, Covid-19
অ্যন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৭জন। খড়্গপুরের ইন্দার ১ জন (যুবক-২৪),খরিদা বাজারের ১জন(মহিলা-৪০), নিউ সেটেলমেন্ট এলাকার ১জন (পুরুষ-৪৩), নিমপুরা আরামবাটি এলাকার ১জন (বৃদ্ধ-৬৫), মালঞ্চা রোড সংলগ্ন এলাকার ১ জন(পুরুষ-৪০) সহ সুভাষপল্লীর ১ জন (প্রৌঢ়-৫৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও খড়্গপুর IIT ক্যাম্পাসের এক প্রৌঢ়ের (৫৪) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন- ফের করোনা সংক্রমণে হাফ সেঞ্চুরি মেদিনীপুর শহরে, জেলায় আক্রান্ত ১৫৪ জন

জেলা স্বাস্থ্য দফতরের বুলেটিন

খড়্গপুরে আর.টি.পি.সি.আরের রিপোর্ট (১৩ সেপ্টেম্বর) অনুযায়ী মোট ৫৬ করোনা আক্রান্তের হদিশ মেলে। খড়্গপুর লোকালের লক্ষ্মীচক (যুবক-২৫), ডিগরা (কিশোরী-১৩), কাজলা (যুবক-২৬), পপরআড়া এলাকায় একই পরিবারের ৫ জন (বৃদ্ধ-৭০, বৃদ্ধা-৬৫, মহিলা-৩৬, যুবক-২০, মহিলা-৩২) , মাওয়া(বৃদ্ধা-৭০),কৃষ্ণনগরের শিবতলা মন্দির সংলগ্ন এলাকায় ১জন সহ জকপুরের ১জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়।
রেলশহরে ৯নম্বর ওয়ার্ডের মথুরাকাটি সংলগ্ন কুমোরপাড়া এলাকায় একই পরিবারের দুজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় । ভবানীপুরে একই পরিবারের তিনজনের (মহিলা-৫২, মহিলা-৪১, কিশোরী -১১, যুবক-২২)করোনার রিপোর্ট পজিটিভ এসেছে । এছাড়াও ওই এলাকায় এক যুবক(২৯) করোনায় আক্র‍ান্ত হয়েছেন বলে জানা যায়। মালঞ্চার ১১নম্বর ওয়ার্ডে (রাখাজঙ্গল) এক যুবক (৩৫) সহ নিমপুরার রবীন্দ্র পার্ক এলাকায় মোট ২ জন আক্রান্ত হন।খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের এক স্থানীয় ওষুধ দোকানে একসঙ্গে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। ১৮ নম্বর ওয়ার্ডের ২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।১১ নম্বর ওয়ার্ডের ওল্ড মালঞ্চার রাখাজঙ্গল এলাকায় ৩ জন করোনায় সংক্রমিত হন।১৬ নম্বর ওয়ার্ডের ভগবানপুর এলাকায় পরিবারের ৩ জনের (মহিলা-৪০, কিশোর-১৫ ও পুরুষ-৪৩) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।খরিদার ৯ নম্বর ওয়ার্ডের একই পরিবারের ২ জন সহ ১৯ নম্বর ওয়ার্ডেও করোনা আক্রান্তের হদিশ মেলে। ২৯ নম্বর ওয়ার্ডের সোনামুখিঝুলি এলাকার ২ জন করোনায় সংক্রমিত হন।ইন্দার ১ ও ২৩ নম্বর ওয়ার্ডের ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।রেলদফতরের কর্মী ও পরিবারের সদস্যদের (৭জন) মধ্যেও করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। তাঁরা ঝাপেটাপুর সংলগ্ন গোপালনগর, নিউ সেটেলমেন্ট এলাকার রেলের আবাসন ও মালঞ্চার বাসিন্দা বলে জানা যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

1 comment

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.