পত্রিকা প্রতিনিধি: মঙ্গলবার নতুন করে ২৬ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ৪১৪। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ২৬ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। Jhargram Corona, Jhargram Corona
আরও পড়ুন- রেলকর্মীকে হুমকি ও তোলা চাওয়ার অভিযোগ,গ্রেফতার রামবাবুর ঘনিষ্ঠ ৮ জন, খড়্গপুরে আবারও সক্রিয় মাফিয়ারা
সেখানে উল্লেখ রয়েছে গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩০৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ১০৩ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। ২৬ জনের নতুন করে যে করোনা পজেটিভের সন্ধান মিলেছে তাঁর মধ্যে ঝাড়গ্রামের ব্লকের ৫জন, ঝাড়গ্রাম শহরের ৫জন, জাম্বনি ব্লকের ৫জন, নয়াগ্রাম ব্লকের ৪জন, গোপীবল্লভপুর ১নং ব্লকের ৫জন, সাঁকরাইল ব্লকের ১জন, গোপীবল্লভপুর ২নং ব্লকের ১জন রয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi