Home » IIT খড়গপুরের ৩ জন সহ রেলশহরে মোট করোনায় আক্রান্ত ২২

IIT খড়গপুরের ৩ জন সহ রেলশহরে মোট করোনায় আক্রান্ত ২২

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৩ জন।রেলশহর খড়্গপুরে বৃহস্পতিবারের অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২২ জন। covid-19, covid-19, kharagpur news, kaharagpur bengali nwes, coronavirus in kharagpur, biplabi sabyasachi news, latest bengali news

আরও পড়ুন একই পরিবারের ৫ জন সহ মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ৩০

ফাইল চিত্র

খড়্গপুরের আই আই টি ক্যাম্পাসের ৩ জন সহ (বৃদ্ধা ৫৫, যুবক-২৩, পুরুষ ৪৫) খরিদা সংলগ্ন বাঙালী পাড়ায় এক জন(পুরুষ ৪২) ও তালবাগিচা সংলগ্ন এলাকায় এক বৃদ্ধের করোনা (৫৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে অ্যন্টিজেন পরীক্ষায়। ইন্দা সংলগ্ন বিদ্যাসাগরপুর এলাকায় একই পরিবারের দুই যুবক (২১ ও ২৭) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে এরা প্রত্যেকেই উপসর্গহীন। এছাড়াও ওই এলাকায় এক বৃদ্ধাও (৪৯) করোনায় আক্রান্ত হন।খড়্গপুর লোকালে বড়ডিহা এলাকায় এক পু্রুষের (৪৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও অ্যাসিমটোমেটিক।খড়্গপুর শহরের ২৭ নম্বর ওয়ার্ডে সি এম ই গেটের সন্নিকটে এক ২২ বছর বয়সী যুবক করোনায় আক্রান্ত হন।কৌশল্যা সংলগ্ন গনপতি বোস সরনী এলাকায় এক বৃদ্ধার (৬৩) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রেলশহরে ১৫ নম্বর ওয়ার্ডে (ব্যক্তি -৩১), গোপালনগর এলাকায় (যুবক ২১), সাউথ সাইডের (বি.নং ২২১) এক ৩২ বছর বয়সী ব্যক্তি, ছোটোট্যাংরা (বৃদ্ধ ৭২) , বারবেটিয়া (পুরুষ ৪৫) সহ বিভিন্ন জায়গায় মোট ৯ জনের আক্রান্তের হদিশ মেলে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

অপরদিকে ঝাঁকরা সংলগ্ন নতুনগ্রাম এলাকায় একই পরিবারের ৩জন (মহিলা-৪৪, পুরুষ ৫৬, যুবতী ২০) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।চন্দ্রকোনার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাজার ও গোসাইবাজার এলাকায় এক যুবতী ও এক বৃদ্ধার শরীরে করোনার সংক্রমণ ঘটে। ঘাটালের কুশপাতা, গোবিন্দপুর ও নিশ্চিন্তপুর এলাকায় ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শালবনীর কোবরা ক্যাম্পেও দুই জওয়াণ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। আনন্দপুর ও গুনহারায় দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। গড়বেতায় মোট ৭ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। গড়বেতা লোধাশুলি সংলগ্ন সানমুড়া এলাকায় একই পরিবারের ৩ জন, বাছুয়া সংলগ্ন সন্ধিপুর এলাকায় ১জন, লোধাখড়কুশমা ও লাপুরিয়া এলাকায় ২জন, খুদাশোল এলাকায় ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।বেলদার দেউলি এলাকায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় অ্যন্টিজেন পরীক্ষার্ রিপোর্ট অনুযায়ী। দ্বারিগেড়িয়া সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায় ২ জন ও গুইয়াদহ এলাকায় ২ জন মোট ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সবং থানার এক কর্মী সহ কসবা এলাকায় মোট ২জনে করোনায় আক্রান্ত হন। পিংলার গোকুলচকে এক বৃদ্ধের (৫৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাসপুরের কুঞ্জপুর ও উত্তরগোবিন্দপুর এলাকায় মোট ২ জন করোনা আক্রান্ত হন। এছাড়াও বেলদায় সাউরি, দাঁতনের জেনকাপুর, মোহনপুরের শিয়ালসাই, বেলদার নবোদয় পল্লী সহ জেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.