পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শনিবারের রাতের রিপোর্ট অনুযায়ী রেলশহর খড়্গপুরে ফের করোনায় আক্রান্ত হলেন ৩২ জন। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী খড়্গপুরে মোট ২১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে যার মধ্যে অমীমাংসিত ছিল ৩৫ জন। এই ৩৫ জনের মধ্যেই আবারও ৩২ টি পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। kharagpur, kharagpur, kharagpur news, latest bengli news, biplabi sabyasachi news, bengal news
করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা যোদ্ধারা আক্রান্ত হয়ে করোনা মুক্ত হয়েছেন এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। কিন্তু জেলা স্বাস্থ্য দফতরের শনিবারের রাতের রিপোর্টে এই প্রথম বার করোনা থাবা বসালো খড়্গপুর টাউন থানায়। জানা যায় থানার ট্রাফিক পুলিশের (এন ভি আর এফ কর্মী- ৩০ বছর) করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি খড়্গপুর পুরসভার খরিদার বাসিন্দা। পরিবার সূত্রের খবর সম্প্রতি বাড়িতে থাকা তাঁর বৃদ্ধা মা করোনায় আক্রান্ত হন। সেই সূত্রেই তাঁর ছেলের কোভিড রিপোর্ট পজিটিভ আসে বলে প্রাথমিক অনুমান জেলা স্বাস্থ্য দফতরের। জানা যায় ওই যুবকের শরীরে করোনার মৃদু উপসর্গ (জ্বর) রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই, তিনি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।
আরো পড়ূণ- ফের রেকর্ড সংক্রমণ খড়্গপুরে ,IIT ক্যাম্পাসের ৩ জন সহ শহরে মোট আক্রান্ত ৪৭
ওই যুবক ছাড়াও খড়্গপুরে মোট ৩১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্পুর পুরসভার ভগবানপুর এলাকার এক মহিলা (৩৭) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।নিমপুরা সংলগ্ন এলাকার দুই ব্যক্তির করোনা (৫০ ও ৩২ বছর) রিপোর্ট পজিটিভ আসে। খড়্গপুর টাউনের ছোটো ট্যাংরা এলাকায় এক ৫০ বছর বয়সী বৃদ্ধের করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সুত্রে।
রেলশহরের ২৮নং ওয়ার্ডের এক যুবকের (২০) করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় এক যুবক (২৪) করোনায় আক্রান্ত হয়েছেন। সাউথ সাইড এলাকায় রেলের আবাসনে( 518g unit-4) একই পরিবারের ২ জনের (পুরুষ -৪৩, বালিকা-১৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে। খড়্গপুরের তলঝুলি এলাকার একটি অ্যাপার্টমেন্টে মা (২৮) ও তাঁর ১ বছরের শিশু কন্যার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ওই এলাকায় দুই যুবতীও (২৩,২৯) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।এছাড়াও খড়গপুর এলাকায় সোনামুখিঝুলি, নিমপুরা, ওল্ড সেটেলমেন্ট, দেবলপুর, গোপালনগর, ঝাপেটাপুর( ২৮ নম্বর ওয়ার্ড), ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকা, গিরি ময়দান,বুলবুলচটি সহ সর্বত্রই করোনা আক্রান্তের হদিশ মেলে। অপরদিকে রেলশহরে একসঙ্গে ৪ জন করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা যোদ্ধারও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে চিন্তার কোনো কারণ নেই তাঁরা প্রত্যেকেই অ্যাসিমটোমেটিক বা উপসর্গহীন।
রবিবারের অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট একসঙ্গে ১০ জনের (প্রথম সারির করোনা যোদ্ধা) করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিস্তারিত তথ্য নিয়ে আসব আমরা পরবর্তী খবরে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi