Home » করোন‍া মুক্ত হয়ে বড়মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন একসঙ্গে ৩৭ জন

করোন‍া মুক্ত হয়ে বড়মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন একসঙ্গে ৩৭ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি :রাজ‍্যজুড়ে করোনা পরিস্থিতি এই মহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে।দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যাও।কিন্তু তার মাঝেও সুস্থতার খবরও পাওয়া যাচ্ছে বারবার।মানুষের অসতর্কতার কারনে রেকর্ড হারে বাড়ছেও সংক্রমন।যদিও বা পরিস্থিতি এই মহূর্তে নিয়ন্ত্রনের বাইরে তা স্বীকার করেছেন বহু বিশেষঙ্গরা।যে হারে করোনা আক্রান্ত সংখ‍্যা বাড়ছে তাতে চিন্তা বাড়চ্ছে সাধারণ মানুষের।কিন্তু সুস্থতার খবরে প্রায়শই হাসি ফুটছে পূর্ব মেদিনীপুরবাসীর মুখে।সোমবার পূর্ব মেদিনীপুরের করোনা হাসপাতাল থেকে আবারো ৩৭ জনের সুস্থতার খবর পাওয়া গিয়েছে।হাসপাতাল তরফে জানা যায় পূর্ব মেদিনীপুরের বড়মা করোনা হাসপাতালে ৫৬৪ জন করোনা রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এখনো ১৪৭ জন করোনা রুগী বড়মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে আজও ৩৭ জন করোনা রুগীর সুস্থতার খবরে নজির গড়লেন বড়মা করোনা হাসপাতাল এই ৩৭ জন হলেন কাঁথি-৫,হলদিয়া-৯,মহিষাদল-৩,কোলাঘাট-৭,তমলুক -৬,দীঘা-৩,এগরা-২,পাঁশকুড়া-২।এই বিষয়ে হাসপাতালের M.D জানান-“আমাদের পরিষেবা আপনারা দেখতেই পাচ্ছেন।সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।বর্তমানে আশা রাখবো সবাই সুস্থ হয়ে উঠবেন।অবশ‍্য এর দাবীদার আমাদের হাসপাতালের ডাক্তার সহ ওনার স্টাফ।
এই বিষয়ে সুস্থ করোনা রুগীরা জানান- “বড়মা হাসপাতালের পরিষেবা অত‍্যন্ত ভালো।এনারা যত্নের সহিত পরিষেবা দিয়ে যাচ্ছেন।ভালো লাগছে আজ এতদিন পর ডাক্তারবাবুদের ত‍ৎপরতায় সুস্থ হয়ে বাড়ি ফিরছি।এবং কিশোর বাবুকে কে বেশি করে ধন্যবাদ জানাবো উনি সব সময় আমাদের পাশে ছিলেন,যখনই দরকার কিশোর বাবু এসে হাজির।”

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.