পত্রিকা প্রতিনিধি : ৫ আগস্ট বুধবার স্বাস্থ্য দপ্তরের রাতের রিপোর্ট অনুযায়ী , গত ৩ আগস্ট চন্দ্রকোনা হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এদের মধ্যে তিনজনই চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কর্মী।একজনের বাড়ি এই ব্লকের চৈতন্যপুর গ্রামে ২৮ বছরের ব্যক্তি,পঞ্চায়েতের কম্পিউটার অপারেটর।অপরজন একই ব্লকের বসনছোড়া এলাকায় বাড়ি ৪৫ বছরের মহিলা,ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের কর্মী।৪৫ বছরের মহিলা ওই পঞ্চায়েতের কর্মী প্রমানে বসবাস করেন চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজার দালালপুকুর পাড় এলাকায়।আর একজন ৫১ বছরের ব্যক্তি ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি,ওনার বাড়ি গড়বেতা থানার ডেঙ্গরপাড়া এলাকায়।করোনা আক্রান্তদের দুজন চন্দ্রকোনা থানা এলাকার হওয়ায় নতুন করে চন্দ্রকোনায় বাড়লো আরও দুটি কনটেইনমেন্ট জোনের সংখ্যা।প্রসঙ্গত,গত ১ লা আগস্ট চন্দ্রকোনার ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের করোনা রিপোর্ট পজিটিভ আসে।তারপরই দপ্তরের প্রধান,উপ প্রধান সহ ১৩ জন কর্মীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়,বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিস।
5
previous post