পত্রিকা প্রতিনিধি : ৫ আগস্ট বুধবার স্বাস্থ্য দপ্তরের রাতের রিপোর্ট অনুযায়ী , গত ৩ আগস্ট চন্দ্রকোনা হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এদের মধ্যে তিনজনই চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কর্মী।একজনের বাড়ি এই ব্লকের চৈতন্যপুর গ্রামে ২৮ বছরের ব্যক্তি,পঞ্চায়েতের কম্পিউটার অপারেটর।অপরজন একই ব্লকের বসনছোড়া এলাকায় বাড়ি ৪৫ বছরের মহিলা,ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের কর্মী।৪৫ বছরের মহিলা ওই পঞ্চায়েতের কর্মী প্রমানে বসবাস করেন চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজার দালালপুকুর পাড় এলাকায়।আর একজন ৫১ বছরের ব্যক্তি ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি,ওনার বাড়ি গড়বেতা থানার ডেঙ্গরপাড়া এলাকায়।করোনা আক্রান্তদের দুজন চন্দ্রকোনা থানা এলাকার হওয়ায় নতুন করে চন্দ্রকোনায় বাড়লো আরও দুটি কনটেইনমেন্ট জোনের সংখ্যা।প্রসঙ্গত,গত ১ লা আগস্ট চন্দ্রকোনার ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের করোনা রিপোর্ট পজিটিভ আসে।তারপরই দপ্তরের প্রধান,উপ প্রধান সহ ১৩ জন কর্মীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়,বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিস।
আবার করোনায় আক্রান্ত হলেন চন্দ্রকোনার ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের ৩ কর্মী
- Advertisement -