পত্রিকা প্রতিনিধি : গত ৩ আগষ্টের (সোমবার) রিপোর্ট অনুযায়ী শহরে ফের ৫ জন করোনা আক্রান্তের হদিশ মেলে।
প্রথম আক্রান্তকারী, গত ৩১ শে জুলাই মেদিনীপুর শহরে ৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন, মেদিনীপুর শহরের মীরবাজারের বাসিন্দা, যিনি বড়বাজারের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। আজ (সোমবার) সন্ধ্যায় আসা রিপোর্ট পজিটিভ, ওই দোকানের অন্যতম একজন কর্ণধারও (বয়স ৪১) করোনা আক্রান্ত হয়েছেন। দোকানের ওই কর্মচারীর সংস্পর্শে এসে অথবা কোনো ক্রেতার সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ধারণা স্বাস্থ্য দফতরের।
দ্বিতীয় ও তৃতীয় আক্রান্তকারীরা হলেন আবার সেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের দু’জন জুনিয়র চিকিৎসক আজ নতুন করে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে একজন (২৩) নিউ বয়েজ হোস্টেলে থাকতেন এবং অপরজন (২৮) অন্য একটি আবাসনে থাকতেন বলে জানা যায়। গত ৩১ জুলাই স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২ জন জুনিয়র চিকিৎসক করোনায় আক্রান্ত হন সেই সূত্রেই ফের আক্রান্ত হয়েছে বলে মনে করছে হাসপাতাল কতৃপক্ষ । জানা যায় গত ২ আগষ্ট জরুরী ভিত্তিতে লালা রসের নমুনা সংগ্রহ করা হলে সোমবারই তাদের করো না রিপোর্ট পজিটিভ আসে ।
চতুর্থ করোনা আক্রান্তকারী হলেন চন্দ্রকোণা পঞ্চায়েতের এক আধিকারিকের ছেলে (১৯)। স্বাস্থ্য দফতর সূত্রে, গত ১ আগষ্ট মেদিনীপুর শহরের আবাসের বাসিন্দা চন্দ্রকোনার ওই আধিকারিক আক্রান্ত হবার পরেই লালারসের নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য । পরিবারের বাকি সদস্যের রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর ছেলের রিপোর্ট আসে পজেটিভ। গত ২ আগষ্ট তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গত সোমবার আধিকারিকের ছেলের করোনা রিপোর্ট পজিটিভ আসে ।
পঞ্চম আক্রান্ত কারী হলেন মেদিনীপুর শহরের জজ কোর্ট সংলগ্ন নগরের বাসিন্দা । ওই মহিলার (৩৩) গত ২ আগষ্ট লালারসের নমুনা সংগ্রহ করা হলে তারপরের দিনই অর্থাৎ সোমবার করোনা রিপোর্ট পজিটিভ আসে ।