Home » শহরে এবার করোনায় আক্রান্ত হলেন কর্ণেলগোলা ও হবিবপুরের বাসিন্দা, এক দিনেই আক্রান্ত ৪

শহরে এবার করোনায় আক্রান্ত হলেন কর্ণেলগোলা ও হবিবপুরের বাসিন্দা, এক দিনেই আক্রান্ত ৪

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ফের শহরে করোনার থাবা। এবার মেদিনীপুরের কোতোয়ালী থানার অন্তর্গত কর্নেলগোলা এলাকার বাঘেরগলিতে এক করোনা আক্রান্তের হদিশ মেলে। জানা যায় বছর ২৯ এর ওই যুবক সম্প্রতি ভিন জেলা থেকে শহরে ফিরেছিলেন। ফেরার পরেই তাঁর শরীরে করোনার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) দেখা মেলায় গত ২৮ জুলাই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হলে গত বুধবার (২৯ জুলাই) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় ওই যুবকের বাড়িতে বৃদ্ধ বাবা, মা ও স্ত্রী রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায় ওই যুবকের বাবা অসুস্থ। ওই যুবককে কোভিড হাসপাতালে পাঠানোর পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
অপরদিকে জেলা স্বাস্থ্য দফতরের (২৯ জুলাই) রাতের রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর সদরের কামারআড়া এলাকার পিরিবাগানের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মৃত প্রৌড়ার বড় জামাই (৫০)। মৃতের সংস্পর্শেই করণায় সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিক অনুমান জেলা স্বাস্থ্য দপ্তরের । তবে তিনি অ্যাসিমটোমেটিক অর্থাৎ উপসর্গহীন হওয়ায় বিশেষ চিন্তার কারণ নেই।তাছাড়াও পরিবারের বড় মেয়ে ছোট মেয়ে জামাই অন্যান্য পরিজনদের রিপোর্ট বুধবার দিন রাতেই নেগেটিভ এসেছে ।
মেদিনীপুর শহরে বুধবার দিন রাত এর রিপোর্ট অনুযায়ী কোতোয়ালি থানার অন্তর্গত হবিবপুর এলাকায় এক মহিলার (৪৮) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । সম্প্রতি ওই পরিবারের সদস্যে করোনায় সংক্রমিত হয়েছিলেন। নিয়মতো ওই মহিলার গত ২৮ জুলাই লালারসের নমুনা সংগ্রহ করা হলে বুধবার দিন রাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।গত ২৮ জুলাই স্বাস্থ্য দফতরের রাতের রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর শহরের ক্ষুদিরাম নগরের এক গৃহবধূর (৩১) করোনা রিপোর্ট পজিটিভ আসে । পরিবার সূত্রের খবর গৃহবধূর রিপোর্ট আসার আগেই কলকাতায় নিজের বাপের বাড়িতে চলে যান । সম্প্রতি ওই মহিলা ও তার স্বামী মেদিনীপুরের কোভিদ হাসপাতালে নমুনা দিয়েছিলেন পরীক্ষার জন্য তবে স্বামী রিপোর্ট নেগেটিভ এলেও ভদ্রমহিলা রিপোর্ট গত মঙ্গলবার পজিটিভ আসে । তবে ওই মহিলা ও উপসর্গহীন । গত ২৮ জুলাই শহরের উপকন্ঠে আমতলা শ্রীরামপুর এলাকায় বছর ২০ এর এক যুবকেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরে করোনার উপসর্গ দেখা মেলায় গত ২৬ জুলাই লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গত মঙ্গলবার তার করো না রিপোর্ট পজিটিভ আসে রিপোর্ট আসার পরেই তাকে মেদিনীপুরের কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় মেদিনীপুরে চারজন করোনায় আক্রান্ত হলেন।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.