পত্রিকা প্রতিনিধি : লাগাতার করোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে গেল দক্ষিণ পূর্ব রেলওয়ে ডিভিশনাল আধিকারিকের অফিস ডি.আর.এম বিল্ডিং । সোমবার রাত্রে স্বাস্থ্য দপ্তরের দেওয়া কোভিড রিপোর্টে শুধু খড়্গপুরে আক্রান্ত হয়েছেন ১১ যার মধ্যে শুধু দশজন রেলওয়ে কর্মচারী বলে জানা যায় । দশজনের মধ্যে শুধু ছয়জনই খড়্গপুর ডিভিশন রেলওয়ে কার্যালয়ের কন্ট্রোলিং ডিপার্টমেন্টের কমার্শিয়াল ও অপারেটিং ডিপার্টমেন্টের স্টাফ রয়েছেন ক’দিন ধরে বেশ কয়েকজন কর্মী করোনা হওয়ার কারণে আতঙ্ক ছড়িয়েছে গোটা অফিসে । ফলে রেলের তরফ থেকে থেকে ২৯ জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত অপারেটিং ডিপার্টমেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় । এরপরে ডিভিশন রেলওয়ে ম্যানেজার ডিআরএম পক্ষ থেকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় যে ২৯ শে জুলাই থেকে৩১ জুলাই পর্যন্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কার্যালয় বন্ধ থাকবে । সাউথ ইস্টার্ন রেলওয়ে সিনিয়ার জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন কাল থেকে অফিস গুলি বন্ধ করে স্যানিটেশনের কাজ হবে অপারেটিং ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ থাকার কারণে অন্য কোথাও সরিয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে বলে জানিয়েছেন রেলের জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী আদিত্য কুমার চৌধুরী । আরো জানান বেশ কয়েকজনের করোনা আক্রান্ত হওয়ার পরেই আতঙ্কে রয়েছেন কর্মীরা তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম ওয়ার্ক ফর হোম করবেন সব রেলের আধিকারিকরা ।
0