ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রশাসনিক সভার একদিন আগেই মেদিনীপুরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের আগেই পৌঁছে যাওয়ার কারণে আরও বেশ কিছু জায়গা পরিদর্শনের সম্ভাবনা। অতিরিক্ত সতর্ক প্রশাসন। বিকেল ৩টা ৪৫ নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে নামেন হেলিকপ্টারে করে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। সরকারি বিভিন্ন পরিষেবা বিলি করবেন মেদিনীপুর কলেজ মাঠের মঞ্চ থেকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কন্যাশ্রী, সবুজ সাথী,বনদপ্তর-এর পরিষেবা, কৃষকদের বিভিন্ন পরিষেবা বিলি সহ ভাতা প্রদান, পাট্টা বিলি। থাকছে বেশ কিছু শিলান্যাস ও উদ্বোধন। সভা মঞ্চ থেকে ৬৫ জনকে পরিষেবা তুলে দেবেন তিনি। পরে ওই মঞ্চ থেকেই জেলার আধিকারিকরা ১৭৯৫ জনকে পরিষেবা বিলি করবেন। এরপর জেলা জুড়ে মোট ১ লক্ষ ৮ হাজার ৫৪১ জনকে আরও বিভিন্ন পরিষেবা বিলি করা হবে বিভিন্ন ব্লক থেকে। তবে এদিন মঞ্চ থেকে ৪৫ টি প্রকল্পের উদ্বোধন, ৫১ টি প্রকল্পের শিলন্যাস করবেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee
৩০ টি গ্রামীণ রাস্তা তৈরীর কাজ শুরু হবে। মঞ্চ থেকে ৭৫৫ কোটি ৪৬ লক্ষ টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করবেন তিনি। এদিন কলেজ মাঠে নেমে সেখান থেকে মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দেন। সার্কিট হাউস মোড়ে থাকা ভিড়ের সামনে গাড়ি থেকে নেমে পড়েন। কথা বলেন স্থানীয়দের সাথে। সেখানে থাকা একটি ছোটো শিশুকে কোলে তুলে নিয়ে আদর করেন। এই মুহূর্তে মেদিনীপুর শহরের মির্জা বাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক ঊরুষ উৎসব।
আরও পড়ুন : ভয়ঙ্কর আগুন মুড়াকাটার জঙ্গলে, হিমশিম দমকলের
আরও পড়ুন : মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন আশাকর্মীদের
মুখ্যমন্ত্রী সেই উৎসবেও যোগদান করার সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনও করতে পারেন তিনি।বৃহস্পতিবারের সভা ছাড়াও অতিরিক্ত দুটি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পরিদর্শন হতে পারে এমন ভেবে সতর্ক রয়েছে প্রশাসন থেকে শাসক দল সকলে। তবে সার্কিট হাউসে প্রবেশ করার পরে জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে ও জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, নেভালো দমকল
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper