0
পত্রিকা প্রতিনিধি :সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন করলো চন্দ্রকোনা থানা।বুধবার চন্দ্রকোনা থানার পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীকে সামনে রেখে চন্দ্রকোনা শহর জুড়ে ট্যাবলো সহ একটি বিরাট বাইক র্যালি করে।চন্দ্রকোনা থানার পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত পাঠকের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ অফিসার,কনস্টেবল,সিভিক ভলেন্টিয়াররা বাইক র্যালিতে অংশ নেই।চন্দ্রকোনা থানা থেকে র্যালি শুরু হয়ে শহর ঘুরে ফের থানাতে শেষ হয়।দূর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর ঘোষিত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী।প্রতিবছরই বিভিন্ন ভাবে জেলা পুলিশের নির্দেশে থানা জুড়ে পালিত হয় এই কর্মসূচী বুধবার চন্দ্রকোনা থানার পুলিশ সাধারণ মানুষকে সচেতনতায় দূর্ঘটনা এড়াতে এই কর্মসূচী পালন করে।