পত্রিকা প্রতিনিধি : রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ হরিনারায়নপুর থেকে তাতারপুর স্কুল প্রর্যন্ত প্রায় এক কিমি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছে, রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন হাজারো মানুষ। রাস্তাটি বর্ষা শুরু হতেই যাতায়াতের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানানো হলেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবাদে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
0
previous post