পত্রিকা প্রতিনিধি: ফের করোনার থাবা চন্দ্রকোনায়।১৮ ই জুন বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী চন্দ্রকোনা থানা এলাকায় দুজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।একজন চন্দ্রকোনা ১ নং ব্লকের কালিকাপুর এলাকার অপরজন চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ড নতুনহাট এলাকার।এদের দুজনেরই সোয়াব সংগ্রহ করা হয়েছিল ১৬ ই জুন চন্দ্রকোনা হাসপাতাল থেকে তারই রিপোর্ট আসে এদিন বৃহস্পতিবার আর তাতেই দুজনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানাযায় স্বাস্থ্য দপ্তর সূত্রে।চন্দ্রকোনার দুজনের রিপোর্ট পজিটিভ আসতেই দুজনের বাড়িতে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় চন্দ্রকোনা থানার পুলিশ ও বিডিও,পাঠানো হয় মেদিনীপুর করোনা হাসপাতালে।দুই এলাকা সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে।বৃহস্পতিবার চন্দ্রকোনার করোনা পজিটিভ আসা দুজনেই পরিযায়ী শ্রমিক।করোনা পজিটিভ দুজনের মধ্যে চন্দ্রকোনা পৌরসভার ৭ নং নতুনহাট এলাকার করোনা পজিটিভ পরিযায়ী শ্রমিকের মা পৌরসভার আশাকর্মী বলে জানাযায়।
0