পত্রিকা প্রতিনিধি : চন্দ্রকোনায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।আক্রান্তের তালিকায় এবার নাম উঠলো হাসপাতালের বিএমওএইচ এর।বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী চন্দ্রকোনা থানা এলাকায় নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হন।৮ জনের মধ্যে রয়েছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ৬৫ বছরের চিকিৎসক তথা হাসপাতালের বিএমওএইচ।খোদ হাসপাতালের বিএমওএইচ করোনা আক্রান্ত হওয়ার খবর সামন আসতেই চাঞ্চল্য ছড়ায় চন্দ্রকোনায়।চন্দ্রকোনা হাসপাতালের বিএমওএইচ হওয়ায় হাসপাতালের চিকিৎসক,নার্স সহ রোগীর সংস্পর্শে আসার আশঙ্কা।হাসপাতালের পাশাপাশি আক্রান্ত বিএমওএইচ অবসর সময়ে চন্দ্রকোনার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত রোগী দেখতেন বলে জানাযায়।বিএমওএইচ করোনা পজিটিভ হওয়ায় স্বাভাবিক ভাবেই তার সংস্পর্শে আসা ব্যক্তির তালিকা চওড়া হওয়ার সম্ভাবনা।গত ১১ তারিখ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ১৩ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার রিপোর্টে করোনা পজিটিভ খোদ হাসপাতালের বিএমওএইচ।অপরদিকে বিএমওএইচ ছাড়াও চন্দ্রকোনায় আরও ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।এদের মধ্যে চন্দ্রকোনা ২ নং ব্লকের ৫ জন ও চন্দ্রকোনা ১ নং ব্লকের ২ জন রয়েছে।গত বুধবার চন্দ্রকোনা ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে পরদিনই নতুন করে আরও ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় দুদিনে চন্দ্রকোনায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ১৪ জন।করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে চন্দ্রকোনা প্রশাসনের।নতুন করে ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে চন্দ্রকোনা থানার পুলিশের পক্ষ থেকে।
এবার চন্দ্রকোণায় করোনায় আক্রান্ত হলেন খোদ বিএমএইচও সহ ৮ জন
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -