Home » CBI Investigation : কেশপুরে বিজেপি কর্মী খুনের তদন্তে খড়্গপুরে CBI-র তলবে হাজিরা মহম্মদ রফিক সহ ১২ জনের

CBI Investigation : কেশপুরে বিজেপি কর্মী খুনের তদন্তে খড়্গপুরে CBI-র তলবে হাজিরা মহম্মদ রফিক সহ ১২ জনের

by Biplabi Sabyasachi
0 comments

CBI summons Mohammad Rafiq and 12 others in Kharagpur to investigation BJP activist murder in Keshpur

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপি কর্মী খুনের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।ওই মামলায় মূল অভিযুক্ত শরৎ সহিস-সহ ১২১ জনকে আসামি করা হয়। খড়্গপুরে ডিআরএম অফিসে ১৪০ নম্বর রুমে অস্থায়ী ক্যাম্প করে রয়েছেন সিবিআই আধিকারিকরা। তৃণমূল নেতা মহম্মদ রফিক, বর্তমান ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী, প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় পান-সহ কেশপুরের ব্লক, অঞ্চল ও বুথের সব নেতার নাম আছে।সুশীল ধাড়ার (৪২) মৃত্যু হয়েছে গত বছরের ২২ সেপ্টেম্বর।

CBI Investigation
সাংবাদিকের সাথে দুর্ব্যাবহারের সেই ছবি।

প্রায় একমাস পর তাঁর মেয়ে সঙ্গীতা ধাড়া চৌধুরী অভিযোগ দায়ের করেন। দাবি করেন, গত ১৯ আগষ্ট বিকেলে এফআইআরে নাম থাকা অভিযুক্তরা তাঁর বাবাকে কৈগেড়্যার বাড়ি থেকে স্থানীয় বাজারে নিয়ে গিয়ে নির্যাতন করে। ২ লক্ষ টাকা দাবিও করে। কিন্তু বাবা রাজি না হওয়ায় তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়। মেদিনীপুর হাসপাতালে গত ২২ তারিখ গভীর রাতে মৃত্যু হয় সুশীল ধাড়া।ওই মৃত্যুর ঘটনাতেই জেরা চলছে।সেই মতো খড়গপুর ডিআরএম অফিসের সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের দাপুটে নেতা মোহাম্মদ রফিক ।

CBI Investigation

CBI Investigation
নিজস্ব চিত্র

মোহাম্মদ রফিক ছাড়াও বুধবার খড়্গপুরের ডিআরএম বিল্ডিং সিবিআই দপ্তর হাজিরা দিলেন কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ ১২ জন । অপরদিকে খড়গপুর ডিআরএম বিল্ডিংয়ে খবর করতে যায় সাংবাদিকরা। সেই সময়ে আরপিএফ এর সিনিয়র ডিএশসী সাংবাদিকদেরকে লাঠিপেটা করে বাইরে বের করার নিদান দেন । রেলওয়ে অফিসার সিনিয়ার ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ন সংবাদমাধ্যমের উপর লাঠিচার্জ করার নিদান দেন।এবং সিবিআইয়ের সিকিউরিটি এক সিআরপিএফ সংবাদমাধ্যমকে ধমক দেওয়ারও অভিযোগ ওঠে।

Advertisement

এদিন হাজিরা দেওয়ার পর সিবিআই দফতর থেকে বেরিয়ে মহম্মদ রফিক বলেন, এটা একটা মিথ্যা মামলা। শুধু আমায় নয়, কেশপুরের বুথ থেকে জেলা, ব্লক, অঞ্চল মিলিয়ে মোট ১২১ জনকে আসামি করা হয়েছে। ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠীসহ ১২ জনকে ডাকা হয়েছে। ওরা ভাবছে ১২১ জনকে আসামি করে দিলেই কেশপুরের তৃণমূলগুলো সব সব গর্তে ঢুকে যাবে। বিজেপির তো তিনটে লোক আছে পশ্চিমবঙ্গে। এক রাজ্যপাল, বাকি দুই সিবিআই এবং ইডি। যারা জনগণের থেকে বিচ্ছিন্ন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ১২১ জনকে হেনস্তা করা হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

CBI Investigation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.