0
এজেন্সি গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এই দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের দুরমুঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুটিতে তিনজন ছিল। তারা কাঁথির দিক থেকে মারিশদার দিকে যাচ্ছিল । আর বিপরীত দিক থেকে আসছিল ওই এজেন্সির গাড়িটি । স্কুটি এবং গাড়ি দুটোই তীব্রগতিতে ছিল । দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় গয়াগিরিতে। গোয়াগিরি থেকে দূরমুঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত স্কুটিটি এজেন্সির গাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় চলে আসে । দূরমুঠের কাছে এজেন্সির গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ ও দমকল বাহিনী। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। টাকা ভর্তি গাড়িটিতে ঠিক কত টাকা ছিল তা জানতে ও দুর্ঘটনায় মৃতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে মারিশদা থানার পুলিশ।
পত্রিকা প্রতিনিধি জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলছে টাকা ভর্তি গাড়ি। এটিএম মেশিনে টাকা ভর্তি