পত্রিকা প্রতিনিধি: বিজেপি করার অপরাধে বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের দিকে।শাসক দলের বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের।জানা গিয়েছে নারায়নগড় উত্তর মন্ডলের বিজেপির সভাপতি সত্যজিত দের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি করার অভিযোগ।বিজেপি করার অপরাধে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে।পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের সিয়াড়া গ্রামে মন্ডল সভাপতির বাড়িতে বোমচার্জ করা হয়।যদিও রাতেই ফোন মারফত খবর দেন সভাপতি।সকাল হলেও পুলিশের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ বিজেপির।অভিযোগ রাতে অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি রা প্রায় পরপর ৫ টি বোমা ছোড়ে।তিনটি ফেটে গেলেও দুটি বোম অক্ষত রয়েছে বলে জানিয়েছেন সভাপতি।নারায়নগড় উত্তর মন্ডলের সভাপতি সত্যজিত দে জানিয়েছেন-“যেহেতু বিজেপি এই অঞ্চলের সক্রিয় কর্মী।তাই বিজেপিকে দমানোর জন্য রাতের অন্ধকারে বোমচার্জ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।পুলিশে রাতে জানালেও কেউ আসেনি।পরিবারের লোকজন সকলে মিলে আতঙ্কে রয়েছি।”এদিকে তৃণমূলের বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দের।তিনি পাল্টা অভিযোগ করে বলেন-“তৃণমূল বোম বন্দুকের রাজনীতি করেনা।বিজেপির সভাপতির বাড়িতে বোম রাখা ছিল।তা প্রকাশ পেতে তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে।অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন”।এদিকে বিজেপি কে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না অভিযোগ বিজেপি নেতা দেবগোপাল বেরার।তিনি বলেন-“বিজেপি এখানে শক্ত ঘাটি।তাই বিজেপিকে দমানোর জন্য তৃণমূলের এই ঘটনা।মাত্র ৪ কিলোমিটার দুরে থানা হলেও পুলিশ এখনও আসেনি।”ভোট এবং ভোট পরবর্তী সময়ে নারায়নগড় ব্লকের এই অঞ্চল ছিল বোম বন্দুকে আখাড়া স্থল।আবার ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য।
2