Fire on house
আরও পড়ুন ঃ-গড়বেতায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পত্রিকা প্রতিনিধিঃ ভোট মিটতেই বোমাবাজি ও সন্ত্রাসের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকা। বিজেপি করার অপরাধে দলীয় কর্মীদের বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার দক্ষিন বড়বড়িয়া গ্রামে।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিন বড়বড়িয়া গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। আর এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে দুস্কৃতিকারীরা এলাকা ছেড়ে চম্পট দেয় বলে অভিযোগ।
এবিষয়ে কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর বলেন, ‘‘ভোটের মিটতেই ভগবানপুরের বাসুদেববেড়িয়া এলাকায় একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল৷ রাতের অন্ধকারে একাধিক সমর্থক ও কার্যকর্তাদের বাড়ি, দোকান ও বাইক জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দয়াকরে আপনারা এর সুবিচার করুন। তাছাড়া এতরফা এভাবে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের উপর অত্যাচার সহ্য করা যায়না। তাই সাধারণ মানুষ এর খুব শ্রীঘ্রই উত্তর দিক।’’
অপরদিকে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেস কো-অডিনেটার মামুদ হোসেন বলেন, ” ভোট মিটতেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। এই সুযোগে বেশকিছু সমাজবিরোধী এলাকায় এলাকায় অশান্তি সৃষ্টি করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নয়। তবে সমাজবিরোধীদের দৌরাত্ম্য ঠেকানোর জন্য পুলিশ প্রশাসন শীঘ্রই সঠিক পদক্ষেপ গ্রহণ করুন ৷’’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fire on house
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore