Home » বিজেপি-তৃণমূল রাজনৈতিক হিংসায় তপ্ত কেশপুর ও চন্দ্রকোণা, পুড়ল পার্টি অফিস, বসল পুলিশ পিকেট, জখম ৫

বিজেপি-তৃণমূল রাজনৈতিক হিংসায় তপ্ত কেশপুর ও চন্দ্রকোণা, পুড়ল পার্টি অফিস, বসল পুলিশ পিকেট, জখম ৫

by Biplabi Sabyasachi
0 comments

BJP-TMC political violence

আরও পড়ুন ঃ-হলদিয়ায় মিছিল করে দলীয় অফিস পুর্ণদখল সিপিএমের

পত্রিকা প্রতিনিধি: ভোট এগিয়ে আসতে না আসতেই রাজনৈতিক হিংসা বাড়তে শুরু করেছে কেশপুর ও চন্দ্রকোনা এলাকায়। শনিবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কেশপুরের শ্যাঁমচাঁদপুর সহ একাধিক গ্রাম ভাঙচুর সহ তৃণমূলের দলীয় কার্যালয় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শ্যাঁমচাঁদপুর, তেজপাড়া, সাতষোল এলাকায় তৃণমূলের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। একটি কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। অপরদিকে কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে সাত জনকে আটক করেছে আনন্দপুর থানার পুলিশ ।


বিধায়ক শিউলি সাহা অভিযোগ করে বলেন, ” শান্ত কেশবপুরকে অশান্ত করে তোলার জন্য বিজেপির কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সুপরিকল্পিতভাবে শ্যাঁমচাঁদপুর সহ কয়েকটি এলাকায় তৃণমূলের তিনটি দলীয় কার্যালয়ে থাকা সমস্ত জিনিস লুট করে নিয়ে যায় বিজিপি আশ্রিত দুষ্কৃতীরা এবং একটি কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এরপর যদি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও কর্মীদের ওপর হামলা চালানো হয় তাহলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না ।”


এদিকে চন্দ্রকোনাতেও তৃণমূল বিজেপি সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে অন্তত তিন জন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন বিজেপির অভিযোগ শনিবার রাতে আর নয় কর্মসূচি ছিল চন্দ্রকোনা এক ব্লকের কামারগাড়ি এলাকায় অভিযোগ কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে পাঁচ বিজেপি কর্মীর ওপর অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মীরা ভাঙচুর করা হয় দুটি বাইক সেখান থেকে আহত অবস্থায় তিন বিজেপি কর্মীকে রাতেই ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পরে এদের মধ্যে একজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । চন্দ্রকোনাতে আরও একটি হামলার অভিযোগ সামনে এসেছে অভিযোগ শনিবার রাতে তৃণমূল কর্মী সুকুমার ঘোষ বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হন আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP-TMC political violence

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.