বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরেই দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। রাতে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা, জুতো দিয়ে ছবিতে মারার ঘটনা ঘটেছিল মেদিনীপুরে বিজেপির জেলা পার্টি অফিসে। এবার সেই পার্টি অফিসে জেলা সভাপতি যেতেই তাকে ঘিরে তুমুল বিক্ষোভ। গাড়িতে চড়, কিল। সভাপতিকে মারধরের চেষ্টা। কোন রকমে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে বাঁচলেও, মার খেলেন দিলীপ ঘোষের অনুগামীরা। প্রকাশ্য রাস্তায় ছুটিয়ে ছুুটিয়ে বেল্ট দিয়ে মারলেন দলের প্রাক্তন মন্ডল সভাপতি। চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায়। বর্তমান জেলা সভাপতি সমিত কুমার মন্ডল দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত। তার ওপর চড়াও হলেন বিজেপির এক দল কর্মী সমর্থক। তাদের দাবি, দিলীপ ঘোষ তৃণমূলের নির্দেশে চলছে। এরা দলের পক্ষে ক্ষতিকারক। জেলা সভাপতি দিলীপ ঘোষ অনুগামী হওয়ায় বেধড়ক মারধর করার চেষ্টা করা হয়। সেখান থেকে গাড়ি নিয়ে কোনরকমে সোজা বেরিয়ে যেতে সক্ষম হলেও রয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষের বেশ কিছু অনুগামী। তাদের বেধড়ক মারধর শুরু করলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। দেখা গিয়েছে, মেদিনীপুর সদর মন্ডল-৩ সভাপতি সুজিত জানাকে বেধড়ক মারলেন ওই এলাকারই প্রাক্তন মন্ডল সভাপতি সুজয় দাস। প্রকাশ্য রাস্তায় ছুটিয়ে ছুটিয়ে বেল্ট দিয়ে মারধর করে।
আরও পড়ুন : “মার্কিনী টাকায় উগ্রবাদী তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়াকে বিপদে ফেলার জন্য” : সেলিম

অন্যান্যরাও লাথি, চড়, কিল মারছে সুজিতকে। কোন রকমে সেখান থেকে রক্ষা পেয়েছে কয়েকজন কর্মীরই সাহায্যে। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সুজয় দাস বলেন, “যেদিন থেকে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পথ থেকে সরানো হয়েছে সেদিন থেকে কূটনীতি করছে। ভুলভাল লোককে জেলা সভাপতি, ব্লক সভাপতি করছে। দিলীপ ঘোষের মতো সব থেকে সুবিধাবাদী, দুর্নীতিবাজ লোক আগে দেখিনি। পার্টি অফিসে যত দিলীপ ঘোষের ছবি, পোস্টার ছিল সব ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছি। দিলীপ ঘোষ তৃণমূলের দালাল।” তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশংসাও করেন সুজয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP Conflict
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper