Allegation of beating
আরও পড়ুন ঃ-পটাশপুর ফের বিজেপি তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত এলাকা ,আহত ১০
পত্রিকা প্রতিনিধি: দল যত ভারী হচ্ছে বিজেপির মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য হচ্ছে।এবার জয়ী পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে।পাশাপাশি এলাকায় উন্নয়নেও বাধা দেওয়ার অভিযোগ বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে।প্রতিবাদ করলে মারধর করা হয় বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যা কবিতা পাল দাস কে।পাশাপাশি বাড়ি ঘরেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।ঘটনা বেলদা থানার কমিয়াচক গ্রামের।প্রসঙ্গত নারায়ণগড় ব্লকের বেলদা ১ অঞ্চল বিজেপির দখলে।তারপরও প্রকাশ্যে বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব।
উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপিরই মন্ডল সভাপতির বিরুদ্ধে।প্রতিবাদে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যাকে, মন্ডল সভাপতির নেতৃত্বেই মারধর করে তার অনুগামীরা।কবিতা বলেন-“আমি এলাকার জয়ী সদস্যা।এলাকায় এবং বুথে উন্নয়নের কাজ করতে চাই।সেখানে মন্ডল সভাপতি করতে দেয়না।প্রতিবাদ করলে মারধর করে বাড়ি ঘর ভাঙচুর করে।” পঞ্চায়েত সদস্যার স্বামী কে না পেয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়িতে ভাঙচুর চালানো হয়।মারধর করা হয় কবিতা পাল দাস ও তার শাশুড়ি কে।মারধরের পর বেলদা গ্রামীন হাসপাতালে চিকিৎসা জন্য আসে প্রহৃতরা।
জানা গিয়েছে সোমবার কমিয়াচক এলাকায় প্রতিশ্রুতি কার্ড বিলি করছিল বিজেপির বেশ কয়েকজন।মন্ডল সভাপতির সাফ বক্তব্য-“প্রতিশ্রুতি কার্ড বিলির কর্মসূচীতে না ডাকার কারণে পঞ্চায়েত সদস্যার স্বামী চড়াও হয়।কার্ড গুলো ছিঁড়ে ফেলে।দুপক্ষের হাতাহাতি হয়।”এক প্রকার বিজেপি-বিজেপি দ্বন্দ্ব স্বীকার করে নিয়েছেন মন্ডলের সভাপতি।মারধরের ঘটনায় থানায় অভিযোগ করতে চলেছে প্রহৃত বিজেপির পঞ্চায়েত সদস্যা।যদিও আভ্যন্তরীণ দ্বন্দ্ব কে মানতে নারাজ সভাপতি।তিনি বলেন-“পরিবার যত বড় হচ্ছে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে।তা দলগত ভাবে মিটিয়ে নেওয়া হচ্ছে।তবে আভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই।”যদিও বিজেপি-বিজেপি মারধরের ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক উত্তেজনা দেখা গেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Allegation of beating
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore