বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের এগারোমাইলে রাজ্য সড়কের ওপর পথ দূর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। গুরুতর আহত হয় বাইকে থাকা আরো দুজন। পরে ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোনো একটি গাড়ী রাজ্য সড়ক থেকে অন্য আরেকটি শাখা রাস্তার দিকে ইন্ডিকেটর মেরে যেতে ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সজরে ধাক্কা মারে গাড়িতে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক আরোহীর বাইকে বসে থাকা আরও দুজন গুরুতর আহত। বালিচক এর দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল বাইকটি, উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান জাতীয় একটি গাড়ি অন্যদিকে যাচ্ছিল, তখনই বাইকটি এসে ধাক্কা মারে ওই গাড়িতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : বিতর্কিত স্যালাইন কাণ্ডে চার মাস লড়াই শেষে হাসপাতালে মৃত্যু প্রসূতির, প্রকৃত কারণ এখনও অস্পষ্ট
রাস্তার উপরে ছিটকে পড়ে যায় বাইক আরোহীসহ আরো দুজন, গুরুতর অবস্থায় তিনজনকে পিংলা হাসপাতালে নিয়ে এলে পিংলা হাসপাতালে ডিউটিরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। আর দুজন গুরুতর আহত থাকায় অন্যত্রে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ প্রত্যেকের বাড়ী ডেবরা এলাকায় বলে জানা গিয়েছে। যদিও ওই মৃত ব্যক্তিদের নাম এখনো জানা যায়নি, পিংলা পুলিশের পক্ষ থেকে বাড়ীতেও খবর দেওয়া হয়েছে। বাইকটিকে ও পিকআপ ভ্যান জাতীয় গাড়িকে আটক করেছে পিংলা থানার পুলিশ। আজ মৃতকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bike Accident
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper