পত্রিকা প্রতিনিধি: ফের তৃণমূল-বিজেপির সংঘর্ষে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলিয়া এলাকা।তবে এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপির।
জানা গিয়েছে, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ একাধিক দাবি নিয়ে বিজেপি কর্মীদের ডেপুটেশন ঘিরে তৃণমূল বিজেপির দফায় দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় ভগবানপুরের শিমুলিয়া এলাকা।তাছাড়া এদিন তৃণমূলের মিছিল আর বিজেপি কর্মীরা মুখোমুখি পড়ে যেতেই শুরু হয় ধুন্ধমার।
বিজেপি নেতা সুদর্শন মাইতি বলেন, পুলিসের সামনেই তৃণমূল কর্মীরা রীতিমতো রড,পাথর ও লাঠি সোটা নিয়ে আমাদের কর্মীদের উপর হঠাৎই চড়াও হয়।পাশাপাশি আমাদের কর্মীদের ব্যপক মারধর করে।এই ঘটনায় জখম হন ৫ বিজেপি কর্মী হয়েছে।এই ঘটনার পর বিজেপি কর্মীরা গিয়ে আহত এক নেতাদের উদ্ধার করে ভগবানপুর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করে।
তবে এই ঘটনার নিয়ে তৃণমূল অবশ্য বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনা নিয়ে এগরা মহাকুমা পুলিশ আধিকারিক আকতার আলি বলেন,এদিনের ডেপুটেশানকে ঘিরে পুলিশি ব্যারিকেড করা হয়েছিল।তাছাড়া প্রচুর পরিমাণ পুলিশ মোতায় ছিল সিমুলিয়া পঞ্চায়েতে।তবে পুলিশের পক্ষ থেকে কোন মারধরের ঘটনা ঘটেনি।যদিও এখনো পর্যন্ত থানায় এই থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।তাছাড়া অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দেখবো।