পত্রিকা প্রতিনিধি :৪৮ ঘন্টার মধ্যে রেলে জায়গার উপরে থাকা মন্ডল সভাপতির দলীয় কার্যালয় সরানোর নির্দেশ বিজেপিকে।যদিও এই নিয়ে শুরু রাজনৈতিক চাঞ্চল্য।রেল দপ্তরে পক্ষ থেকে একটি নোটিশ জারি করে 48 ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত বেলদা স্টেশন সংলগ্ন একটি দলীয় কার্যালয় যা বিজেপির দখলে।জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের পর থেকে সিপিআইএম এর তৈরী এই কার্যালয় ক্রমে হস্তান্তর হয়ে বিজেপির দখলে নেয়।সিপিআইএম দল সূত্রে খবর,রেলের অনুমোদনেই রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন এর পক্ষ থেকে নব্বই এর দশকে তৈরি হয়েছিল ওই কার্যালয়টি।তবে ২০১১ তা ভোটে জয় পেয়ে তা দখলে নেয় তৃণমূল,পরে লোকসভা নির্বাচনের পর তা ফের দখল করে বিজেপি।বর্তমানে উক্ত পার্টি অফিস এখন নারায়ণগড় মধ্য মন্ডল সভাপতির।তবে তৃতীয় লাইন তৈরী হওয়ার কারণে দ্বিতীয় বারের জন্য নোটিশ জারি করে কার্যালয় সরানোর নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।তবে বিজেপির মন্ডল সভাপতি দাবি করেছেন-“১৯৯৯ সালে একটি লিজ কার্যালয়ের একটি লিজের কাগজ রয়েছে।তবে স্টেশন থেকে অনেকটা দূরে থাকা কার্যালয়ে নোটিশ দেওয়া হয়েছে।যদি সবাই সরে যায় তবে কার্যালয় থেকে সরে যাওয়া হবে।”
তবে সিপিএমের দাবি-“ক্ষমতার দখল এই বিজেপি দল দখলে নিয়েছে।বৈধ কোন কাগজই নেই তাদের।”
প্রসঙ্গত সিপিআইএম ক্ষমতায় আসার পর বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয় তৈরি করে।পরে ক্ষমতার কারণে ওই কার্যালয় দখলে নেয় তৃণমূল কংগ্রেস।নির্বাচনে বড়োসড়ো জয়লাভের পর সেই কার্যালয় দখলে নেয় বিজেপি।তৃণমূলের দাবি-“রেলে তৃতীয় লাইন হওয়ার কারণে রেলের জায়গায় বাড়িঘরসহ অনেকটাই অংশ নেওয়া হবে বলে নির্দেশিকা রয়েছে।সেখানে কার্যালয় ব্যতিক্রম নয়।যদি নোটিশ জারি হয় তবে অবশ্যই সরে যেতে হবে।”
রং পরিবর্তনের সাথে সাথে দলীয় কার্যালয়ের রং পরিবর্তন,রেলের জারি নির্দেশিকার পর কতটা ফলপ্রসূ হবে তাই এখন দেখার।
0