Home » Murder : প্রেমে বাধা! মেদিনীপুরে প্রেমিকের পরামর্শে বিষ খাইয়ে মেয়ে খুন করল মা-কে, গ্রেফতার ৪

Murder : প্রেমে বাধা! মেদিনীপুরে প্রেমিকের পরামর্শে বিষ খাইয়ে মেয়ে খুন করল মা-কে, গ্রেফতার ৪

by Biplabi Sabyasachi
0 comments

Barrier to love! In Medinipur, on the advice of her boyfriend, she murder her mother by consuming poison

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রেমের পথে বাধা সরাতে প্রেমিকের পরামর্শে নিজের মা-কে কোল্ড্রিংসের সঙ্গে বিষাক্ত পানীয় পান করিয়ে খুন করল মেয়ে। দেহ দাহ হওয়ার কয়েকদিন পর নাবালিকা ওই মেয়ের চ্যাটে কুকীর্তি ফাঁস। থানায় অভিযোগ করতেই পুলিশ গ্রেফতার করল চক্রটিকে। ঘটনা মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকার। ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী অংশুজিত দত্তের নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিছুটা দূরে মহাতাবপুর এলাকার বাসিন্দা ১৯ বছরের জিৎ আঢ্য-র।

Murder

বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবারের কেউই মেনে নিতে চায়নি। নাবালিকার মা অনিতা দত্ত (৪৫) বিষয়টিতে বেশি বাধা দিতেন। এর পরেই বড় সমস্যার মুখোমুখি হতে হয় পরিবারটিকে। গত ১লা বৈশাখের দিনে সোনা দোকানে হালখাতার আয়োজন করা হয়েছিল। দোকানে ভিড় ও বিভিন্ন আয়োজনে পরিবারের সকলেই ব্যস্ত ছিলেন। কাজে ব্যস্ত থাকা মা-কে কোলড্রিংস খেতে দিয়েছিলেন তার নাবালিকা মেয়ে।

Advertisement

দু গ্লাস পরপর কোলড্রিংস খাওয়ার পর অনিতা দেবী অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসা শুরু হয়েছিল। ওই দিনই মৃত্যু হয়েছিল তার। স্থানীয় চিকিৎসকদের দেখাতে তারা জানিয়েছিলেন হৃদরোগে মৃত্যু হয়েছে। তাই আর পরিবারের লোকেরা বেশি বাড়াবাড়ি না করে ১৬ এপ্রিল অনিতা দত্তর দাহ করে দেন। এতদূর পর্যন্ত বিষয়টি কেউ জানতেই পারেন নি। সম্প্রতি ওই নাবালিকার মোবাইল চ্যাট পরিবারের হাতে আসে।

যেখানে নাবালিকা তার প্রেমিক জিৎ কে লিখেছে, “তুমি যেটা দিয়েছিলে সেটা গতকাল খাইয়ে দিয়েছি, কাজ সাকসেসফুল হয়েছে”। এটা দেখেই পরিবারের লোকেরা বুঝতে পারে পরিকল্পিতভাবে কিছু পান করিয়ে খুন করা হয়েছে। পুরো চ্যাট সহ বৃত্তান্ত উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন মৃতা অনিতা দত্ত-র স্বামী তথা নাবালিকার বাবা। পুলিশ সব কিছু দেখার পর শুক্রবার ওই নাবালিকা, প্রেমিক জিৎ আঢ্য সহ ছেলের বাবা-মা-কেও গ্রেপ্তার করে। শুক্রবার তাদেরকে মেদিনীপুর আদালতে তোলা হয়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Murder

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.