Home » সচেতনতা বাড়ছে, তবুও দুই মেদিনীপুর ও জঙ্গলমহলে আক্রান্তের সংখ্যা ৭০৮

সচেতনতা বাড়ছে, তবুও দুই মেদিনীপুর ও জঙ্গলমহলে আক্রান্তের সংখ্যা ৭০৮

by Biplabi Sabyasachi
0 comments

Covid infection news

আরও পড়ুন ঃসুখবর ! কোভিড রোগীদের Oxygen দেবে হলদিয়া পেট্রোকেমিক্যালস

পত্রিকা প্রতিনিধি: প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা। রীতিমতো মাথায় হাত প্রশাসনের। এদিকে শহরে অফিস, দোকানপাট খোলা রয়েছে, নেই কোনও সতর্কতা। সংক্রমণ রুখতে কী করণীয় ভেবে উঠতে পারছে না কেউই। এমতাবস্থায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭০৮ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১২৬ , পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৫০৫ ও ঝাড়গ্রামে ৭৭ জন । তবে করোনা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে সুস্থতার হারও। ইতিমধ্যে দুই মেদিনীপুরে করোনা সুস্থ হয়েছেন ৩১০ ও ঝাড়গ্রামে সুস্থ হয়েছেন ১৭ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২ জেলার বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

তবে মঙ্গলবার সকালে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। অর্থাৎ গত দিনের চেয়ে প্রায় ২০ হাজার কমেছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৭১ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ২৮১২। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬ জন। একনাগাড়ে বেড়ে চলা সংক্রমণের গ্রাফ এবং মৃত্যুর হার কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বস্তি মিলেছে সবমহলেই।

তবে এই পরিস্থিতিতে করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার রুখতে পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শুধুমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই এই ইঞ্জেকশন দিতে হবে। কোনও রোগীকে রেমডিসিভির দেওয়া হলে, তাঁকে কোন কোন পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখতে হবে তারও নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি ধরপাকড় ও লাগাতার প্রচারের ফলে মানুষের মধ্যে ধীরে ধীরে সচেতনতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। গত ২৪ ঘণ্টায় দোকান, বাজার সর্বত্র মাস্কের ব্যবহার বেড়েছে। ভিড় কমেছেও রাস্তাতেও।শুধু শহরেই নয়, সচেতনতা দেখা যাচ্ছে গ্রামেগঞ্জেও।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid infection news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.