Attack on a journalist
আরও পড়ুন ঃ-মিথ্যাশ্রী আর কুৎস্যাশ্রীর জনক মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানপুরে মন্তব্য শুভেন্দুর
Attack on a journalist.বিপ্লবী সব্যসাচী পত্রিকা দফতরের সামনেই সাংবাদিকের উপর দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ বিপ্লবী সব্যসাচী পত্রিকা দফতরের সামনেই সাংবাদিকের উপর দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ
আরও পড়ুন ঃ-হুটার বাজিয়ে পুলিশি নিরাপত্তায় মেদিনীপুরে এলো কোভিড টিকা কোভিশিল্ড
আরও পড়ুন ঃ-পকেটে বিজেপির ব্যাচ ,নন্দীগ্রামে যুবকের কাছ থেকে উদ্ধার ২ টি তাজা বোমা ও ছুরি
পত্রিকা প্রতিনিধি: শহরে বেড়েই চলেছে দুষ্কৃতী হামলা। চুরির ঘটনার পাশাপাশি দুষ্কৃতীরা হামলাও করছে সাধারণ মানুষের উপরে। শনিবার রাত ৭.৪৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের অরবিন্দনগরে অবস্থিত বিপ্লবী সব্যসাচী পত্রিকা দফতরের সামনেই এক সাংবাদিকের উপরে ২জন দুষ্কৃতীরা হামলা চালায়। সাংবাদিকের নাম তপন দত্ত (৪০)।
তিনি সব্যসাচী পত্রিকা দফতরের নিজস্ব সাংবাদিক।তপন বাবু জানান, “আমি পত্রিকা দফতরের অফিসের সামনের শেডের তলায় নিজের স্কুটি গাড়িটি রেখে প্রস্রাব করার জন্য সামনের গলিতে গিয়েছিলাম। ফিরে এসে পুণরায় গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার সময় ২ জন দুষ্ক্রতী হঠাৎই পেছন থেকে ধাতব বস্তু দিয়ে বাঁদিকে কানের উপরে হামলা চালায়।” এরপরেই তপন বাবুকে মেদিনিপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে নিয়র যাওয়া হয়। ঘটনার পরেই কোতোয়ালি থানর পুলিশ ঘটনাস্থলে আসেন। মেদিনীপুর কোতোয়ালী থানায় তপন বাবু অভিযোগ দায়ের করেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Attack on a journalist
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore