Home » ‘‘পুরসভা নির্বাচন আসতেই বোমা-বন্দুকের আওয়াজটা বাড়ছে ’’, পূর্ব মেদিনীপুরে মন্তব্য দিলীপের

‘‘পুরসভা নির্বাচন আসতেই বোমা-বন্দুকের আওয়াজটা বাড়ছে ’’, পূর্ব মেদিনীপুরে মন্তব্য দিলীপের

by Biplabi Sabyasachi
0 comments

Municipality Election

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুরের এগরায় দলীয় কার্যালয় উদ্বোধনে এসে ফের রাজ‍্য সরকারকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি  তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন , ‘‘সারা পশ্চিমবঙ্গে বোমা ফাটছে, বাংলায় বোমার কারখানা ৷ এটাই একমাত্র সফল কুটির শিল্প যা সারা বাংলা জুড়ে চলছে। তাছাড়া বাইরে থেকে উগ্রপন্থী, গ্যাংস্টাররা আসছে আর পশ্চিমবঙ্গে বোমা -বন্দুকের কারখানা হচ্ছে।

আরও পড়ুন:- মাস্ক ছাড়া কেনাবেচা নয়, পশ্চিম মেদিনীপুরে ব্যবসায়ীদের জানাল পুলিশ

Municipality Election
নিজস্ব চিত্র : এগরায় দলীয় কার্যালয় উদ্বোধনে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি  তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ

আরও পড়ুন:- করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুরের ১২ টি এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন

তাছাড়া নির্বাচন এলে ভোট নেওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখিয়ে বোমাবাজি সহ একাধিক ঘটনা বেশি দেখা যায়। তাছাড়া পুরসভা নির্বাচন আসতেই বোমা-বন্দুকের আওয়াজটা একটু বাড়ছে ’’। তাছাড়া পানশালা খোলা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের নেতা-মন্ত্রীরা এবিষয়ে খুব শৌখিন , তাদের ছবি ভাইরাল হচ্ছে পাঠশালা বন্ধ করে পানশালা চালু করার, এই অভিনব ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সবসময় পানশালার উপর আগ্ৰহ বেশি আছে , আর সেটাই চলছে।

Municipality Election

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালক-বালিকার, আহত একাধিক

তাছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যত কি হবে তা এখানেই বোঝা যাচ্ছে। তাছাড়া বিধানসভার ভোট পরবর্তী হিংসার তদন্তে হাইকোর্টের নির্দেশে মানবাধিকার কমিশন ও সিবিআই এরাজ‍্যে এসেছে। তা নিয়ে তো তদন্ত হোক, তদন্ত হতো না , এফআই আর হতো না, সিবিআই এসে মৃত্যুর ঘটনায় এফআই আর দিচ্ছে। সিবিআই তদন্ত করুক , আমরাও চাই হাইকোর্ট ঘটনার তদন্তভার হাতে নিয়েছে , তাই তদন্ত করে সত্য সামনে আসুক। তাছাড়া সাংসদ শান্তনু ঠাকুর দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

আরও পড়ুন:- ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরী ! বোমা বিস্ফোরণে জখম ৩ , মৃত ১

এনিয়ে তিনি বলেন, ‘‘আমাদের দলে প্রতিদিন কত জন হোয়াটস গ্রুপে ঢোকেন আর ছাড়েন সেটা জানেন?’’ উল্লেখ্য, ২২ শে লক্ষ্য এবার পুরসভা নির্বাচন। আর সেই পুরসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে বিজেপির নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন হল এগরায়। মঙ্গলবার এগরা শহরের ইলেকট্রিক অফিসের সম্মুখে ফিতে কেটে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সর্বভারতীয় সহ-সভাপতি  তথা মেদিনীপুরের সাংসদ ।

আরও পড়ুন:- শাটার কেটে সি সি ক্যামেরা অকেজো করে পূর্ব মেদিনীপুরে সোনা ও মোবাইল দোকানে চুরি

পাশাপাশি এদিন পুরসভা ভোটের দেওয়াল লিখন শুরু করেন ও এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। এদিনের কর্মসূচিতে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, সাংসদ প্রতিনিধি আশিস নন্দ , জেলার সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও তাপস দলাই, বিজেপি নেতা শংঙ্কর বেরা সহ দলীয় কর্মীরা।

আরও পড়ুন:- করোনার উদ্বেগ বাড়ল পশ্চিম মেদিনীপুরে , অতিরিক্ত দুটি কোভিড হাসপাতালের প্রস্তুতি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Municipality Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.