0
পত্রিকা প্রতিনিধি:দক্ষিণবঙ্গের কাঠফাটা রোদ্দুর নয়, উত্তরের শীতপ্রধান এলাকা আপেল চাষের পক্ষে যথোপযুক্ত। তথ্য পরিসংখ্যান এমনটাই বলছে। কিন্তু এবার ব্যাতিক্রম ছবি জঙ্গলমহলের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে। গড়বেতাতে চলছে পরিক্ষামূলক ভাবে আপেল চাষ। কৃষি দপ্তরের উদ্যোগে সিমলা থেকে এনা ও গোল্ডেন ডোরসেট প্রজাতির ১০ টি চারা এনে পরীক্ষামুলকভাবে ৫ জন চাষীকে দেওয়া হয়েছিল। যার মধ্যে ২ জন চাষীর লাগানো গাছে ইতিমধ্যেই ফল ধরেছে। আর যা নিয়ে আশাবাদী কৃষি দপ্তর। এখন অপেক্ষা করছেন আপেলের পরিনত সাইজ হওয়া অবধি। যদি আপেলের গুনগত মান ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে আরো বেশি করে এই চাষ করা হবে।