Home » মামলা খারিজ হওয়ার পরেও হাইকোর্টের নির্দেশে গ্ৰেফতার আনিসুর

মামলা খারিজ হওয়ার পরেও হাইকোর্টের নির্দেশে গ্ৰেফতার আনিসুর

by Biplabi Sabyasachi
0 comments

প্রত্রিকা প্রতিনিধিঃ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপি নেতা আনিসুর র‌হমানের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করবে রাজ্য সরকার। কিন্তু গতকাল বিচারপতির অনুপস্থিতির জন্য আজ, মঙ্গলবার ৩টা ৪৫ নাগাদ আনিসুরের মামলা খারিজ করে তাকে জেলমুক্ত করা হয়। এরপর আনিসুরের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহার করা যাবেনা বলে নির্দেশ দেয় হাইকোর্ট।

প্রসঙ্গত, গত বছর দুর্গাপূজার নবমীর রাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কুরবান শা। সেই খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হতে হয়েছিল বিজেপি নেতা আনিসুর রহমান’কে। সূত্রের খবর, গত ২৬ শে ফেব্রুয়ারি হঠাৎই তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। এরপর রাজ্যের আবেদনে সাড়া দেয় তমলুক জেলা আদালত। খুনের মামলা প্রত্যাহার করা যাবেনা বলে তমলুক জেলা আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় কুরবান শাহের ভাগ্নে জহর শাহ ও তার আইনজীবী। আর সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এই বিষয়ে জহর শাহের আইনজীবী বলেন-” এইরকম ঘৃণ্য কাজ যিনি করেছেন তার বিরুদ্ধে সরকার সমস্ত মামলা প্রত্যাহার করলে আইনের প্রতি আস্থা হারাবেন সাধারণ মানুষ।” প্রসঙ্গত নন্দীগ্রাম আন্দোলনের সময় আনিসুর রহমানের বাইকে চাপতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে, এরপর বহু বছর কেটে যাওয়ার পর তার উপর হঠাৎই সহানুভূতি আশায় তাহলে কি আনিসুর রহমান তৃণমূলে যোগদান করছে জল্পনা উঠছে রাজনৈতিক মহলে।আনিসুর রহমানকে বাড়ি ফেরার পথে কোলাঘাটে গ্ৰেফতার করল কোলাঘাট থানার পুলিশ এবং তাকে কোলাঘাট থেকে অবশেষে তমলুক থানাতে নিয়ে আসা হয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.