Home » মেচেদায় নির্বাচনী জনসভায় আসছেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে

মেচেদায় নির্বাচনী জনসভায় আসছেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের শেষ মূহুর্ত্তের প্রচারে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার বেলা ২টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় প্রথম বিজেপি প্রার্থী দেবব্রত পট্টনায়ক এর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জানা গিয়েছে, প্রথম দফা ভোটে ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। যার প্রচারকার্য শেষ দিন আজ বিকেল ৫ টা। আর তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে মেচেদা মিতালী সংঘ ময়দানে। তবে শাহের জনসভার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কর্মী সমর্থকদের বসার ব্যবস্থার কাজও চলছে। আর তার প্রস্তুতি সম্পূর্ণ শেষ পর্যায়ে।

 তবে নিরাপত্তার দিকে নজর রেখেছে দলীয় কর্মী সমর্থক ও প্রশাসন। তবে মেচেদায় অমিত শাহ এর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশাবাদী তারা। এখন দেখার নির্বাচনের প্রক্কালে জনগণকে ঠিক কি বার্তা দেন সেই দিকেই নজর থাকবে আমাদের।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.