আরও পড়ুন ঃ-
শুভম সিং: রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের কাখুরিয়া এলাকায়।জানা গিয়েছে, গভীর রাতে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা আড়গোয়াল পঞ্চায়েতের কাখুরিয়া এলাকায় হাজির হয়।এরপর তৃণমূল নেতা নিধুবন দাস এর বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমাবাজি করে বলে অভিযোগ।আর এই বোমার আঘাতে তৃণমূল কর্মীর বাড়ির ছাউনি ভেঙে যায়।পাশাপাশি ওই এলাকায় একটি তৃণমূল কার্যালয় ও বেশকয়েকটি দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।যদিও এলাকায় বোমাবাজি ঘটনার অস্বীকার করেছে বিজেপি।
এবিষয়ে পটাশপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মানস রায় বলেন,নির্বাচন এগিয়ে আসতেই বেশকয়েকদিন ধরে আড়গোয়াল ও অর্জুনগর এলাকা জুড়ে অর্জুনগর ও পটাশপুরের বিজেপি আশ্রিত বেশকিছু হার্মাদ তৃণমূল কর্মীদের মারধর ও তাদের বাড়ি লক্ষ্য বোমাবাজি করছে।তবে অধিকারী পরিবারের কিছু সদস্য দল ছেড়ে চলে যেতে দলীয় কর্মীরা একত্রিত হয়ে লড়াই করছে।আর সেই সময় বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা আচমকাই এলাকায় ঢুকে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করছে ও তাদের বাড়ি ভাঙচুর করে লুঠপাট করছে।
এ বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,এই ঘটনায় বিজেপির কোনো কর্মী যুক্ত নয়।পুরো ঘটনাটি ভিত্তিহীন।তবে এটা তৃণমূলের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মীরা প্রচারে আসার জন্য নিজেরাই এইসব করে মিথ্যে অভিযোগ করছে।তাছাড়া তৃণমূলের লোকেরাই এলাকায় বোমাবাজি ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের মতো কাণ্ড করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে করছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Inauguration of CM
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore