Fake Facebook Account
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: কখনও পুলিশ, মহকুমা শাসক, বিধায়কদের নামে ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হয়েছে। এবার পশ্চিম মেদিনীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ। তার নাম করে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেষ চৌধুরীর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার পরিচিতদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে। অনেকেই একসেপ্ট করেছেন।
আরও পড়ুন:- বড়দিনের প্রাক্কালে নবরূপে সেজে উঠছে দীঘা, তৎপরতা তুঙ্গে
আরও পড়ুন:- NAAC এর বিচারে ‘বি ডবল প্লাস’ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
কিছুক্ষণ পরেই তাদের কাছে টাকা চাওয়া হয়। জানানো হয় বন্ধু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, টাকা প্রয়োজন। কাউকে দশ হাজার, কাউকে কুড়ি হাজার টাকা চাওয়া হয়। তবে যাদেরকে চাওয়া হয়েছে তারা কেউ এখনো পর্যন্ত টাকা দেননি বলে জানা গিয়েছে। বুধবার ওই অ্যাকাউন্ট থেকে গোয়ালতোড়ের ধামচা ছাগুলিয়া হাইস্কুলের শিক্ষক বিপ্লব মাহাতকেও টাকা চাওয়া হয়। বিপ্লব বাবু বলেন, প্রথমে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ আসে। আমি একসেপ্ট করি। তার কিছুক্ষণ পর দেখি মেসেঞ্জারে কথা শুরুর পর টাকা চাওয়া হয়।
Fake Facebook Account
আরও পড়ুন:- শালবনীতে সেতু সারাই না হওয়ায় বিক্ষোভের মুখে বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ
আরও পড়ুন:- সাঁওতালী ভাষা দিবস পালন জেলা জুড়ে
জানানো হয়েছে, বন্ধু হাসপাতালে ভর্তি টাকা প্রয়োজন। তবে এর আগে এমন ঘটনা বিপ্লব বাবুর সঙ্গে হওয়ায় তিনি সতর্ক ছিলেন। তিনি দিতে পারবেন না বলে জানান এবং বিষয়টি অমিতেষ বাবুকেও জানান। শুধু বিপ্লব বাবু নন, এমন টাকা চাওয়া হয়েছে আকাশ ডোগরা, রিন্টু দাস সহ অনেককেই। এটা ভুয়ো অ্যাকাউন্ট বলে জানিয়েছেন প্রধান শিক্ষক অমিতেষ চৌধুরী। তিনি জানান, এমন অনেকের কাছেই মেসেজ গিয়েছে। তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মাধ্যমে সতর্ক করে জানিয়েছেন, তিনি কারো কাছে মেসেঞ্জারে টাকা চান নি।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে সিপিএম কর্মী খুনের ঘটনায় FIR , সিবিআইর জালে ১১ জন তৃণমূল নেতা-কর্মী
আরও পড়ুন:- মেদিনীপুর সদর ব্লকে শুরু হল জঙ্গলমহল উৎসব
এটা একটা প্রতারণা। তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। অমিতেষ বাবুর ফেসবুক পোস্টে মেদিনীপুর শহরের সমাজসেবি রীতা বেরা লিখেছেন, একটা জিনিস লক্ষ করছি এরা কেউ কিন্তু বাংলায় কথা বলছে না। এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমরা বাঙালিরা বাংলায় আপনজনের সাথে যতটা কথা বলি ততটা হিন্দি বা ইংরাজীতে বলি না। সব থেকে আশ্চর্য লাগে এত অভিযোগ থাকা সত্ত্বেও এরা কুকর্ম করেই চলেছে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে দুঃসাহসিক চুরি , শুরু রাজনৈতিক চাপানউতর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fake Facebook Account
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore