Political news
আরও পড়ুন ঃ–মাধ্যমিকে এবার ঝাড়গ্রাম জেলায় প্রথম ও রাজ্যে পঞ্চম কুলটিকরির দেবাশিস
পত্রিকা প্রতিনিধিঃ ফের নাম না করে অধিকারী পরিবারকে আক্রমন করলেন মৎস্য মন্ত্রী (Fish Minister)অখিল গিরি(Akhil Giri)। পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি(Contai)শহরের চৌরঙ্গী মোড়ে তৃণমূল(Tmc)কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে ফের কার্যত হুংকার দিলেন তিনি।
এদিন তিনি বলেন, লজ্জা লাগে না তৃণমূলের সাংসদ(MP) হয়ে, বিজেপির হয়ে কথা বলছেন। অনাথ শিশুদের আবাসন ছিল, নিজের ব্যবসা করার জন্যই হোম সেন্টার টা তুলে দেওয়া হয়েছে। আজকে তারা কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে আসে। সেই জায়গাটা কারা কিনেছে আমরা জানতে চাই? তৃণমূলে থাকাকালীন অনেক টাকা রোজগার করেছেন। রাজ্য সরকার অনাথ শিশুদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। সেখানে থেকে অনাথ শিশুদের তুলে দেওয়া হয়েছে। সামনে পুরসভা, পঞ্চায়েত ও সাতটি উপনির্বাচন রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এই জেলার ৭টি উপনির্বাচনে ৭ টিতে তৃণমূল কংগ্রেস জিতবে। তাছাড়া কাঁথি(Contai) পুরসভা(Municipality)নির্বাচনে একটি আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে না। বিজেপি(Bjp) প্রার্থী খুঁজে পাওয়া যাবে না। বাংলায় মেয়েরা বেশি নিরাপদ। বাংলার মানুষ আপনার মিথ্যাটা বুঝেছে। আপনার সাথে আমাদের জেলায় কিছু লোক ভারতীয় জনতা পার্টি করছেন। যেখানে সেখানে সাংবাদিক সম্মেলন করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নভেম্বর মাসে চলে যাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী(Chif Minister) না থাকলে তারা নাকি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। আমাদের ২১৩ টি আসন রয়েছে, আর বিজেপির(Bjp)লোকেরা নাকি মুখ্যমন্ত্রী হবেন। আমরা মূর্খের স্বর্গে বাস করছি। কাঁথিতে ঘনঘন সিআইডি(CID) লোকেরা আসছে। অনেক লোকের বাড়িতে যাচ্ছে। প্রাক্তন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য কাঁথি থানায় রেখেছেন। শুভেন্দু(Suvendu) বাবুর দেহরক্ষী অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।তাস্টি সুবিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি চাই তদন্ত ঠিকভাবে হোক। কাঁথির মানুষ জানুক নিরাপত্তারক্ষী কি কারণে আত্মহত্যা করল তারা। তাছাড়াবিজেপি রাস্তাঘাট করতে পারবে না সেই তৃণমূল(Tmc) কংগ্রেসকে রাস্তাঘাট করতে হবে। আর যারা পালিয়ে গিয়েছে তাতে আপদ বিদায় হয়েছে বলে দাবি করেন তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Political news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore