পত্রিকা প্রতিনিধিঃ প্রথমে মন্দিরে পুজো ৷ এরপর জনতা জনার্দনের দরবারে ৷ জোরদার ভোটপ্রচার শুরু করে দিলেন রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অখিল গিরি।
উল্লেখ্য, গত বিধানসভা ভোটে রামনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। তাই এবারের ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার তৃণমূলের হয়ে প্রচার শুরু করে দিলেন তিনি নিজেই । মন্দিরে পুজো দিয়ে এদিন পদিমা ২ অঞ্চলের একাধিক এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান উন্নয়ন মূলক তুলে ধরে পুনরায় নির্বাচিত করার জন্য আবেদন করেন পাশাপাশি এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন ।
এদিন রামনগরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অখিল গিরি বলেন , ‘‘ আমরা সব সময় মানুষের সঙ্গে আছি। রামনগরে নতুন করে প্রচার নয়, অনেক আগেই ভোট প্রচার শুরু করে দিয়েছি।তবে আগামী ৫ ই ম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে রামনগর এলাকায় তৃণমূলের প্রার্থী তালিকায় আমার নাম প্রকাশ করেছেন। সেই মতো প্রার্থীর তালিকা প্রকাশিত হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম নিয়ে রামনগরের বিভিন্ন এলাকায় প্রচার শুরু হয়েছে।
তিনি আরও বলেন , বাংলা নিজের মেয়েকে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়’কে মুখ্যমন্ত্রী করতে চায় পাশাপাশি উন্নয়ন’কে বেশি করে প্রতিষ্ঠিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়’কে ভোট দেওয়ার কথা আবেদন করেন। তবে এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন হবে বলে আশাবাদী তিনি ।’’ তাছাড়া এই বিধানসভা ভোটে তৃণমূল রামনগর কেন্দ্র ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।