Bengali news
আরও পড়ুন ঃ-নন্দীগ্রামে এসে মানুষের দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়লেন রাজ্যপাল
পত্রিকা প্রতিনিধিঃ নন্দীগ্রামে এসে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তাঁর এই সফর বলে জানিয়েছেন তিনি। এদিনে সকাল সাড়ে ১০ টা নাগাদ নন্দীগ্রামের অস্থায়ী হেলিপ্যাডে মাঠে সেনা হেলিকপ্টারে আসেন তিনি। তবে নন্দীগ্রামে আসা মাত্রই তাকে স্বাগত জানান নন্দীগ্রাম বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, ১৪ বছর আগে ২০০৭ সালের ২ ডিসেম্বর শেষবার নন্দীগ্রামে এসেছিলেন কোনও রাজ্যপাল। নন্দীগ্রাম আন্দোলন পর্বে সেখানে গিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার পর আজ, শনিবার নন্দীগ্রামে আসেন ধনখড়। তবে এদিন নন্দীগ্রামের তার পর দক্ষিণ কেন্দেমারি, বঙ্কিম মোড়, চিলাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব ও সংলগ্ন এলাকায় পরিদর্শন করবেন তিনি বলে জানা যাচ্ছে। ২০০৭ সালে ডিসেম্বরে নন্দীগ্রাম আন্দোলনের সময় গিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার পর সেখানে যাচ্ছেন জগদীপ ধনখড়। তবে প্রেক্ষাপট বদলে গিয়েছে। সেই সময় শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। তৎকালীন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় দল এখন ক্ষমতায়। বিজেপি নেতা প্রলয় পালের কথায়,”নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলেছে লুঠপাট। রাজ্যপাল এলে মানুষের আত্মবিশ্বাস বাড়বে।”
তাছাড়া রাজ্যপালের এই সফরকে উপেক্ষা করার রণনীতি নিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, ‘রাজ্যপাল প্রচার চান। আমরা তাঁকে প্রচার পেতে সাহায্য করবো না। রাজ্যপালের এই সফরকে আমরা তেমন গুরুত্বই দিচ্ছি না।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bengali news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore