Abhishek Banerjee first overnight stay at Ghatala today, Trinamool camp excited about hiss arrival. He will give a message to the workers.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূলের হেবিওয়েট নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রথম রাত্রি যাপন করবেন ঘাটালে। গত একদশকে ভোট প্রচারে অভিষেক ঘাটাল মহকুমায় কয়েকবার এলেও এর আগে রাত কাটাননি এই মহকুমায়। তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে ঘাটালে এসে আজ অস্থায়ী তাঁবুতেই রাত কাটাবেন অভিষেক। ঘাটালের ঘড়ি টাওয়ার সংলগ্ন বিদ্যাসাগর মাঠে গত দু’দিন ধরে চলেছে অস্থায়ী তাঁবু তৈরির কাজ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দলের শীর্ষ নেতার ঘাটাল সফর সফল করতে ঘুম উড়েছে শাসকশিবিরের। উপরতলার নির্দেশ মত রাস্তার দুপাশে হোর্ডিং লাগানো, দলীয় পতাকা লাগানো থেকে শুরু করে যাবতীয় কর্মসূচি সাজাতে তেলঘাম ছুটেছে দলীয় নেতৃত্বদের। অভিষেকের আজকের কর্মসূচি নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব অজিত মাইতি বলেন, বিকেল চার টায় অভিষেকের কনভয় কেশপুর পৌঁছাবে। কেশপুরের মহবোনিতে শহীদ ক্ষুদিরামের জন্মভিটাতে যাবেন তিনি। সেখানে সাধারণ মানুষদের সাথে কথা বলার পাশাপাশি ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন অভিষেক।
কেশপুর থেকে বিকেল ৫ টা নাগাদ পৌঁছাবেন চন্দ্রকোনায়। সেখানে রোড শো করবেন, থাকবেন প্রায় এক ঘন্টা। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ অভিষেকের কনভয় ঢুকবে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহে। সেখানে বিদ্যাসাগরের স্মৃতি মঞ্চে মাল্যদানের পাশাপাশি এলাকার মানুষজনের সাথে কথা বলতে পারেন তিনি। তার পর ফের সিংহডাঙ্গা মোড় হয়ে রোড শো করতে করতে ঘাটাল বিদ্যাসাগর ময়দানে পৌঁছাবেন অভিষেক। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।
Abhishek Banerjee
আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে
এরপর ওই অস্থায়ী তাঁবুতেই রাত্রি যাপন করবেন যুবরাজ। পরের দিন অর্থাৎ, সোমবার দলীয় নেতৃত্বদের কিছুটা সময় দিতে পারেন বলেও জানা গেছে। সোমবার বিকেল ৩ টে নাগাদ ফের অভিষেকের কনভয় রওনা দেবে দাসপুরের দিকে। বিকেলে দাসপুরে রোড শো করে পৌঁছাবেন পিংলায়। অভিষেকের ঘাটাল সফর ঘিরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। তাঁর যাত্রাপথে কোনো ফাঁক-ফোকোর রাখতে চাইছেন না পুলিশ।
কয়েকদিন ধরে দফায় দফায় চলেছে পুলিশের বৈঠক, এলাকা পরিদর্শন। অভিষেকের নবজোয়ারে বিপুল সংখ্যক কর্মী বিভিন্ন মোড়ে অপেক্ষা করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। এর জন্য মোড়ে-মোড়ে রাখা হয়েছে সাউন্ড সিস্টেম এবং জেনারেটর। মোড়ে- মোড়ে অপেক্ষারত কর্মীদের জন্য অভিষেকের কনভয় দাঁড়ালে সেখানেই হাতের কাছেই পাবেন মাইক ও আলো। সব মিলিয়ে অভিষেক যাত্রায় একদিকে যেমন উচ্ছ্বসিত তৃণমূল শিবির, তেমনই এই কর্মসূচি সুষ্ঠুভাবে সফল করতে তৈরি জেলা পুলিশ প্রশাসন।
আরও পড়ুন : ঝুমুর-কীর্তণ দলে নৃত্য ও জঙ্গলের শাল পাতা বিক্রি করে উচ্চ মাধ্যমিকে সফল শালবনীর লক্ষ্মী
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে যুগ্ম প্রথম ঝাড়গ্রামের দুই আদিবাসী কন্যা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abhishek Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper